মুম্বই: অপেক্ষার অবসান হয়েছে। বহু প্রতীক্ষিত উইমেন্স প্রিমিয়ার লিগ শুরু হয়ে গিয়েছে। এতদিন ছেলেদের আইপিএল নিয়েই শুধু মাতামাতি ছিল, এখন ক্রিকেট ভক্তরা বেশ উপভোগ করছে মেয়েদের আইপিএল। ডব্লিউপিএল নিয়ে উত্তেজনা দিন দিন বেড়ে চলেছে। WPL-এর উদ্বোধনী সংস্করণে অংশ নিয়েছে ৫টি দল। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৬ মার্চ। আগামী কাল শনিবার রয়েছে স্নেহ রানার গুজরাট জায়ান্টস (Gujarat Giants) এবং মেগ ল্যানিংয়ের দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) ম্যাচ। এখনও অবধি ডব্লিউপিএলে ৩টি ম্যাচে খেলে মাত্র ১টিতেই জিতেছে গুজরাট। অন্যদিকে মেগ ল্যানিংয়ের দিল্লিও ৩টি ম্যাচে খেলেছে। তার মধ্যে ২টিতে জয় ও ১টিতে হারের পর লিগ টেবলের দুই নম্বরে রয়েছেন জেমাইমারা। TV9Bangla-র এই প্রতিবেদনে জেনে নিন কখন, কীভাবে দেখবেন ডব্লিউপিএলের প্রথম সংস্করণের নবম ম্যাচ।
গুজরাট জায়ান্টস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি কবে হবে?
গুজরাট জায়ান্টস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি (১১ মার্চ) আগামী কাল, শনিবার হবে।
গুজরাট জায়ান্টস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি কোথায় হবে?
গুজরাট জায়ান্টস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে হবে।
গুজরাট জায়ান্টস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে গুজরাট জায়ান্টস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ নাগাদ। ম্যাচের আগে ৭টা নাগাদ টস হবে।
কোথায় দেখা যাবে গুজরাট জায়ান্টস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচের লাইভ স্ট্রিমিং?
গুজরাট জায়ান্টস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্পোর্টস ১৮। মোবাইলে মেয়েদের আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে। পাশাপাশি উইমেন্স প্রিমিয়ার লিগের প্রতিটি ম্যাচের লাইভ আপডেট দেখতে পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।
গুজরাট জায়ান্টস স্কোয়াড: অ্যাশলে গার্ডনার, স্নেহ রানা (অধিনায়ক), সোফিয়া ডাঙ্কলি, অ্যানাবেল সাদারল্য়ান্ড, হরলীন দেওল, দিয়েন্দ্র ডটিন, লরা উলফার্ট, সাব্বিনেনি মেঘনা, জর্জিয়া ওয়্যারহ্য়াম, মানসী যোশী, মনিকা প্য়াটেল, তনুজা কানওয়ের, সুষমা ভার্মা, হার্লি গালা, অশ্বিনী কুমারি, শবনম এমডি।
দিল্লি ক্য়াপিটালস স্কোয়াড: জেমাইমা রডরিগজ, মেগ ল্যানিং (অধিনায়ক), শেফালি ভার্মা, রাধা যাদব, শিখা পান্ডে, মারিজানে কাপ, তিতাস সাধু, অ্যালিস ক্যাপসি, তারা নরিস, লরা হ্য়ারিস, জসিয়া আখতার, মীনু মানি, তানিয়া ভাটিয়া, পুনম যাদব, জেস জোনাসন, স্নেহা দীপ্তি, অরুন্ধতী রেড্ডি, অপর্ণা মণ্ডল।