মুম্বই : তারকা সমৃদ্ধ দল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ হোক কিংবা উইমেন্স প্রিমিয়ার লিগ। ভাগ্য় সহায় হচ্ছে না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের। প্রথম দু-ম্যাচে মাত্র তিন উইকেট নিতে পেরেছিল আরসিবি-র বোলিং লাইন আপ। গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে ৭ উইকেট নিলেও লাভ হয়নি। গুজরাট ২০ ওভারে ২০১ রান তোলে। পিচ ব্য়াটিং সহায়ক হলেও ২০০-র বেশি রান তাড়া করে জেতা সহজ নয়। আরসিবি মরিয়া লড়াই চালিয়েছে এ কথা বলাই যায়। বিশেষ করে বলতে হয় সোফি ডিভাইনের কথা। তাঁকে যোগ্য় সঙ্গ দেওয়ার চেষ্টা করেন এলিস পেরি। শেষ দিকে হেদার নাইটের ক্য়ামিও। শ্রেয়াঙ্কা পাটিল দুটো ম্যাচেই বোঝালেন, তাঁকে আরও বেশি বল খেলার সুযোগ দিলে আখেরে দলের লাভই হবে। হারের হ্য়াটট্রিকের পর মূলত বোলিং আক্রমণকেই দায়ী করলেন আরসিবি অধিনায়ক স্মৃতি মান্ধানা। কীই বা বললেন ম্যাচের সেরা সোফিয়া ডাঙ্কলি। ম্যাচ শেষের মন্তব্য বিস্তারিত TV9Bangla-য়।
তারকা সমৃদ্ধ দল গড়াই শুধু নয়। মেন্টর হিসেবে সানিয়া মির্জাকে নিয়োগ করেছে রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোর। হারের হ্য়াটট্রিকে হতাশার চেহারা ধরা পড়ল সানিয়ার মুখেও। অধিনায়ক স্মৃতি মান্ধানা ম্যাচ শেষে বলেন, ‘আমার মনে হয়, বোলিংয়ের দিক থেকে কিছু সমস্য়া হচ্ছে। এই ম্যাচেও প্রত্য়াশার চেয়ে অন্তত ১০-১৫ রান বাড়তি দিয়েছি আমরা। ২-৩ ওভার এমনও গিয়েছে, যেখানে অনেক বেশি রান দিয়ে ফেলেছি। হয়তো এমনটা হলে ফল অন্য়রকম হতে পারতো। এর মধ্যেও ইতিবাচক দিক কনিকা আহুজা, শ্রেয়াঙ্কা পাটিলদের পারফরম্য়ান্স। শ্রেয়াঙ্কা ব্য়াটিং-বোলিং দুই বিভাগেই নজর কেড়েছে।’
ম্যাচের সেরা গুজরাট জায়ান্টস ওপেনার সোফিয়া ডাঙ্কলি বলেন, ‘সেই মুহূর্তে মনে হচ্ছিল, যা চেষ্টা করছি, সবই ঠিক হচ্ছে। দলের সকলের জন্য গর্ব হচ্ছে। আমরা অবশেষে জিততে পেরেছি। জোরালো শট খেলার চেষ্টা করেছি। ভালো কিছুর প্রার্থনা করছিলাম। সেটাই হয়েছে।’ বেথ মুনি থাকায় প্রথম ম্য়াচে অবশ্য সুযোগ পাননি সোফিয়া। গুজরাট জায়ান্টস অধিনায়ক মুনির চোটে সুযোগ মেলে সোফিয়া ডাঙ্কলির। গত ম্যাচেও ভালো খেলেছেন। বড় রান আসেনি। অবশেষে ম্যাচ জেতানো ইনিংস। সোফিয়া বলছেন, ‘প্রথম ম্যাচে সুযোগ না পেলেও কিছু মনে করিনি। যখন সুযোগ পাব, ভালো খেলার চেষ্টা করব। মনে হয়েছিল, এই পিচে ২০০ রান যথেষ্ট হবে। ক্লোজ ম্যাচ হলেও জিতে ভালো লাগছে।’