মুম্বই: জাতীয় দলে তাঁরা অধিনায়ক ও সহ-অধিনায়ক, সতীর্থ ও বন্ধু। দেশের হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেন। মেয়েদের প্রিমিয়র লিগে (WPL) আজ মুখোমুখি সেই দুই বন্ধু। হরমনপ্রীত কৌর এবং স্মৃতি মান্ধানা। ভারতের বর্তমান মহিলা ক্রিকেটের দুই তারকার লড়াই হবে ডব্লিউপিএলে। প্রথম ম্যাচে জয় পেয়েই ফুরফুরে হরমনপ্রীত কৌরের মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। স্মৃতি মান্ধানার নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) অবশ্য হার দিয়ে ডব্লিউপিএল অভিযান শুরু করেছে। রবিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হেরে গিয়েছেন স্মৃতিরা। ভুল ত্রুটি খুঁজে সেগুলো শোধরানোর মতো সময় হাতে নেই। কারণ আজ, সোমবার ফের মাঠে নেমে পড়বেন স্মৃতিরা। হরমনপ্রীত কৌরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ডব্লিউপিএলে নিজেদের প্রথম জয়ের খোঁজে। বিস্তারিত TV9 Bangla-য়।
গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে ডব্লিউপিএলের প্রথম ম্যাচেই ইতিহাস গড়েছেন হরমন। দল তো জিতেইছে, ৩০ বলে ৬৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন মুম্বই ক্যাপ্টেন। মেয়েদের প্রিমিয়র লিগের প্রথম অর্ধশতরানকারীর পাশে বসেছে তাঁর নাম। স্বাভাবিকভাবেই এই জয় মনোবল বাড়িয়ে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের। রয়্য়াল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে মাঠে নামার আগে হরমন বলেন, “নেতৃত্বের মধ্য দিয়ে আমি সেরা ক্রিকেট উপহার দিতে পারি। এতে কোনওদিন বাড়তি চাপ অনুভব করিনি। দল নিয়ে শান্ত মাথায় ভাবনাচিন্তা করে পরিকল্পনা গড়ি। সেই পরিকল্পনার বাস্তবায়ন হলে আত্মবিশ্বাস আরও বেড়ে যায়।”
আইপিএলে আরসিবি এখনও পর্যন্ত দল বা সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। মেয়েদের প্রিমিয়র লিগে স্মৃতি মান্ধানা রয়্যাল চ্যালেঞ্জার্সদের ইচ্ছেপূরণ করবেন, এমনটাই আশা সমর্থকদের। সেই স্বপ্ন ধাক্কা খেয়েছে প্রথম ম্যাচেই। রবিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৬০ রানের বড় ব্যবধানে হেরে গিয়েছেন স্মৃতিরা। ব্যাটে সুর বেঁধেছিলেন শেফালি ভার্মা, মেগ ল্যানিংরা। বল হাতে স্মৃতিদের গুটিয়ে দেন পেসার তারা নরিস। ব্যাটে-বলে দিল্লির সামনে দাঁড়াতেই পারেনি আরসিবি। হার হজম করলেও পরের ম্যাচে আরও শক্তিশালী হয়ে ফেরার বার্তা দিয়েছেন মিস মান্ধানা। শক্তিশালী মুম্বইয়ের বিরুদ্ধে জয়ের পথ খুলতে পারেন কি না সেটাই দেখার।