WPL 2023 MI vs DC Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন ডব্লিউপিএলে মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 19, 2023 | 7:30 PM

Mumbai Indians vs Delhi Capitals Live Streaming: শেষের দিকে এগিয়ে এসেছে ডব্লিউপিএল। সোমবার, টুর্নামেন্টের ১৮তম ম্যাচে মুখোমুখি হবে হরমনপ্রীত কৌরের মুম্বই ইন্ডিয়ান্স ও মেগ ল্যানিংয়ের দিল্লি ক্যাপিটালস।

WPL 2023 MI vs DC Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন ডব্লিউপিএলে মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ
WPL 2023 MI vs DC Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন ডব্লিউপিএলে মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ
Image Credit source: Graphics - TV9Bangla

Follow Us

মুম্বই: দেখতে দেখতে উইমেন্স প্রিমিয়ার লিগ চলে এসেছে শেষের পথে। এতদিন ছেলেদের আইপিএল নিয়েই শুধু মাতামাতি হত। এখন ক্রিকেট ভক্তরা বেশ উপভোগ করছে ডব্লিউপিএলও (WPL)। ৫ দলের উইমেন্স প্রিমিয়ার লিগকে স্বাগত জানিয়েছে ক্রিকেট ভক্তরা। মেয়েদের আইপিএল নিয়ে উত্তেজনা দিন দিন বেড়ে চলেছে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৬ মার্চ। আগামী কাল সপ্তাহের প্রথম দিন সোমবার রয়েছে ডাবল হেডার। সোম-বিকেলে প্রথমে ব্রেবোর্নে মুখোমুখি হবে গুজরাট জায়ান্টস ও ইউপি ওয়ারিয়র্স। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে হরমনপ্রীত কৌরের মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও মেগ ল্যানিংয়ের দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। দুই দলের সর্বশেষ সাক্ষাতে মুম্বইয়ের কাছে ৮ উইকেটে হেরেছিল দিল্লি। ফলে, আগামী কালের ম্যাচ মেগ ল্যানিংয়ের দলের কাছে বদলার। উল্লেখ্য, শেষ ম্যাচে মুম্বই প্রথম হারের স্বাদ পেয়েছে। টানা ৫ ম্যাচে জেতার পর অ্যালিসা হিলির ইউপি ওয়ারিয়র্সের কাছে ৫ উইকেটে হারে মুম্বই। এ বার দেখার মুম্বই ফের দিল্লিকে হারাতে পারে কিনা। TV9Bangla-র এই প্রতিবেদনে জেনে নিন কখন, কীভাবে দেখবেন ডব্লিউপিএলের প্রথম সংস্করণের ১৮তম ম্যাচ।

মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি কবে হবে?

মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি (২০ মার্চ) আগামী কাল, সোমবার হবে।

মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি কোথায় হবে?

মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি নভি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে হবে।

মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি কখন শুরু হবে?

ভারতীয় সময় অনুসারে মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ নাগাদ। ম্যাচের আগে ৭টা নাগাদ টস হবে।

কোথায় দেখা যাবে মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচের লাইভ স্ট্রিমিং?

মুম্বই ইন্ডিয়ান্স বনাম ইউপি ওয়ারিয়র্সের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্পোর্টস ১৮। মোবাইলে মেয়েদের আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে। পাশাপাশি উইমেন্স প্রিমিয়ার লিগের প্রতিটি ম্যাচের লাইভ আপডেট দেখতে পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।

মুম্বই ইন্ডিয়ান্স স্কোয়াড: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), ন্য়াট সিবার, যস্তিকা ভাটিয়া, অ্য়ামেলিয়া কের, অমনজ্যোৎ কৌর, ক্লো ট্রায়ন, পূজা বস্ত্রকার, ধারা গুজ্জর, সাইকা ইসাক, সোনম যাদব, হেইলি ম্যাথুজ, হেদার গ্রাহাম, হুমাইরা কাজি, ইসি ওং, জিন্তিমনি কলিতা, নীলম বিস্ত, প্রিয়াঙ্কা বালা।

দিল্লি ক্য়াপিটালস স্কোয়াড: জেমাইমা রডরিগজ, মেগ ল্যানিং (অধিনায়ক), শেফালি ভার্মা, রাধা যাদব, শিখা পান্ডে, মারিজানে কাপ, তিতাস সাধু, অ্যালিস ক্যাপসি, তারা নরিস, লরা হ্য়ারিস, জসিয়া আখতার, মীনু মানি, তানিয়া ভাটিয়া, পুনম যাদব, জেস জোনাসন, স্নেহা দীপ্তি, অরুন্ধতী রেড্ডি, অপর্ণা মণ্ডল।

 

 

 

Next Article