মুম্বই: বহু প্রতীক্ষিত উইমেন্স প্রিমিয়ার লিগ শুরু হয়ে গিয়েছে। এতদিন ছেলেদের আইপিএল নিয়েই শুধু মাতামাতি ছিল, এখন ক্রিকেট ভক্তরা বেশ উপভোগ করছে মেয়েদের আইপিএল। ডব্লিউপিএল নিয়ে উত্তেজনা দিন দিন বেড়ে চলেছে। WPL-এর উদ্বোধনী সংস্করণে অংশ নিয়েছে ৫টি দল। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৬ মার্চ। আগামী কাল মঙ্গলবার রয়েছে হরমনপ্রীত কৌরের মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও স্নেহ রানার গুজরাট জায়ান্টসের (Gujarat Giants) ম্যাচ। চলতি ডব্লিউপিএলে এখনও অবধি ৪টি ম্যাচে খেলেছে মুম্বই। তার চারটিতেই জিতেছে হ্যারির দল। লিগ টেবলের শীর্ষে রয়েছে মুম্বই। অন্যদিকে মুম্বইয়ের প্রতিপক্ষ গুজরাটও ৪টি ম্যাচে খেলেছে। কিন্তু তাদের কপালে জুটেছে একটি মাত্র জয়। মঙ্গলবারের ম্যাচে স্বাভাবিকভাবেই মুম্বই চাইবে উইমেন্স প্রিমিয়ার লিগে জয়ের ধারা বজায় রাখতে। গুজরাট চাইবে জয়ের সারণিতে ফিরতে। TV9Bangla-র এই প্রতিবেদনে জেনে নিন কখন, কীভাবে দেখবেন ডব্লিউপিএলের প্রথম সংস্করণের ১২তম ম্যাচ।
মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাট জায়ান্টসের ম্যাচটি কবে হবে?
মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাট জায়ান্টসের ম্যাচটি (১৪ মার্চ) আগামী কাল, মঙ্গলবার হবে।
মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাট জায়ান্টসের ম্যাচটি কোথায় হবে?
মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাট জায়ান্টসের ম্যাচটি মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে হবে।
মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাট জায়ান্টসের ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাট জায়ান্টসের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ নাগাদ। ম্যাচের আগে ৭টা নাগাদ টস হবে।
কোথায় দেখা যাবে মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাট জায়ান্টসের ম্যাচের লাইভ স্ট্রিমিং?
মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাট জায়ান্টসের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্পোর্টস ১৮। মোবাইলে মেয়েদের আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে। পাশাপাশি উইমেন্স প্রিমিয়ার লিগের প্রতিটি ম্যাচের লাইভ আপডেট দেখতে পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।
মুম্বই ইন্ডিয়ান্স স্কোয়াড: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), ন্য়াট সিবার, যস্তিকা ভাটিয়া, অ্য়ামেলিয়া কের, অমনজ্যোৎ কৌর, ক্লো ট্রায়ন, পূজা বস্ত্রকার, ধারা গুজ্জর, সাইকা ইসাক, সোনম যাদব, হেইলি ম্যাথুজ, হেদার গ্রাহাম, হুমাইরা কাজি, ইসি ওং, জিন্তিমনি কলিতা, নীলম বিস্ত, প্রিয়াঙ্কা বালা।
গুজরাট জায়ান্টস স্কোয়াড: অ্যাশলে গার্ডনার, স্নেহ রানা (অধিনায়ক), সোফিয়া ডাঙ্কলি, অ্যানাবেল সাদারল্য়ান্ড, হরলীন দেওল, দিয়েন্দ্র ডটিন, লরা উলফার্ট, সাব্বিনেনি মেঘনা, জর্জিয়া ওয়্যারহ্য়াম, মানসী যোশী, মনিকা প্য়াটেল, তনুজা কানওয়ের, সুষমা ভার্মা, হার্লি গালা, অশ্বিনী কুমারি, শবনম এমডি।