মুম্বই: ভারতে মেয়েদের ক্রিকেটের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে আজ, ৪ মার্চ শনিবার। এতদিন ছেলেদের আইপিএল নিয়েই শুধু মাতামাতি ছিল, এ বার থেকে ক্রিকেট প্রেমীরা সাক্ষী হবে মেয়েদের আইপিএলের। বহুপ্রতীক্ষিত উইমেন্স প্রিমিয়ার লিগের ঢাকে কাঠি। ডব্লিউপিএল নিয়ে দিনদিন উত্তেজনা বাড়ছে। আগামী এক মাস ধরে চলবে মেয়েদের আইপিএল। WPL-এর উদ্বোধনী সংস্করণে খেলবে ৫টি দল। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৬ মার্চ। উইমেন্স প্রিমিয়ার লিগের বোধনে, ৪ মার্চ প্রথম ম্যাচে রাত ৮টায় মুখোমুখি হবে বেথ মুনির গুজরাট জায়ান্টস ও হরমনপ্রীত কৌরের মুম্বই ইন্ডিয়ান্স। আগামীকাল রবিবার রয়েছে মেয়েদের আইপিএলের প্রথম ডাবল হেডার। রবিবারের প্রথম ম্যাচে মুখোমুখি হবে স্মৃতি মান্ধানার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) এবং মেগ ল্যানিংয়ের দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। TV9Bangla-র এই প্রতিবেদনে জেনে নিন কখন, কীভাবে দেখবেন মেয়েদের আইপিএলের উদ্বোধনী সংস্করণের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচ।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি কবে হবে?
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি (৫ মার্চ) আগামী কাল, রবিবার হবে।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি কোথায় হবে?
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে হবে।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি শুরু হবে বিকেল ৩টে ৩০ নাগাদ। ম্যাচের আগে ৩টে নাগাদ টস হবে।
কোথায় দেখা যাবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচের লাইভ স্ট্রিমিং?
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্পোর্টস ১৮। মোবাইলে মেয়েদের আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে। পাশাপাশি উইমেন্স প্রিমিয়ার লিগের প্রতিটি ম্যাচের লাইভ আপডেট দেখতে পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।
রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোর স্কোয়াড: স্মৃতি মান্ধানা, সোফি ডিভাইন, এলিস পেরি, রেনুকা সিং, রিচা ঘোষ, এরিন বার্নস, দিশা কাসত, ইন্দ্রানী রায়, শ্রেয়াঙ্কা পাটিল, কনিকা আহুজা, আশা শোভানা, হেদার নাইট, ডেন ভ্য়ান নিকার্ক, প্রীতি বোস, পুনম খেমনার, কোমল জানজাদ, মেগান শুট, সাহানা পওয়ার।
দিল্লি ক্য়াপিটালস স্কোয়াড: জেমাইমা রডরিগজ, মেগ ল্যানিং, শেফালি ভার্মা, রাধা যাদব, শিখা পান্ডে, মারিজানে কাপ, তিতাস সাধু, অ্যালিস ক্যাপসি, তারা নরিস, লরা হ্য়ারিস, জসিয়া আখতার, মীনু মানি, তানিয়া ভাটিয়া, পুনম যাদব, জেস জোনাসন, স্নেহা দীপ্তি, অরুন্ধতী রেড্ডি, অপর্ণা মণ্ডল।