মুম্বই: দেখতে দেখতে উইমেন্স প্রিমিয়ার লিগ শেষের পথে। এতদিন ছেলেদের আইপিএল নিয়েই শুধু মাতামাতি হত। এখন ক্রিকেট ভক্তরা বেশ উপভোগ করছে ডব্লিউপিএলও (WPL)। ৫ দলের উইমেন্স প্রিমিয়ার লিগকে স্বাগত জানিয়েছে ক্রিকেট ভক্তরা। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৬ মার্চ। আগামী কাল, মঙ্গলবার উইমেন্স প্রিমিয়ার লিগের ডাবল হেডার রয়েছে। মঙ্গলবারের প্রথম ম্যাচে মুখোমুখি হবে স্মৃতি মান্ধানার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) এবং হরমনপ্রীত কৌরের মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। গ্রুপ পর্বে আর দু’টি ম্যাচ বাকি রয়েছে। ২৪ মার্চ রয়েছে টুর্নামেন্টের প্লে অফ। আজ গুজরাট জায়ান্টসকে ৩ উইকেটে হারিয়ে প্লে অফে পৌঁছে গিয়েছে ইউপি। যার ফলে আরসিবি ও গুজরাট ডব্লিউপিএলের প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। যে কারণে, আগামী কাল আরসিবির কাছে এই ম্যাচ শুধুই নিয়মরক্ষার। সোমবার একদিকে ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে মুম্বই ও দিল্লি। আজ মুম্বই হেরে গেলে দিল্লির পয়েন্ট ১০ হয়ে যাবে। ফলে কোন দল সরাসরি ফাইনাল খেলবে তা এখনও নিশ্চিত নয়। TV9Bangla-র এই প্রতিবেদনে জেনে নিন কখন, কীভাবে দেখবেন ডব্লিউপিএলের প্রথম সংস্করণের ১৯তম ম্যাচ।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটি কবে হবে?
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটি (২১ মার্চ) আগামী কাল, মঙ্গলবার হবে।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটি কোথায় হবে?
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটি নভি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে হবে।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটি শুরু হবে বিকেল ৩টে ৩০ নাগাদ। ম্যাচের আগে ৩টে নাগাদ টস হবে।
কোথায় দেখা যাবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচের লাইভ স্ট্রিমিং?
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্পোর্টস ১৮। মোবাইলে মেয়েদের আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে। পাশাপাশি উইমেন্স প্রিমিয়ার লিগের প্রতিটি ম্যাচের লাইভ আপডেট দেখতে পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।
রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোর স্কোয়াড: স্মৃতি মান্ধানা (অধিনায়ক), সোফি ডিভাইন, এলিস পেরি, রেনুকা সিং, রিচা ঘোষ, এরিন বার্নস, দিশা কাসত, ইন্দ্রানী রায়, শ্রেয়াঙ্কা পাটিল, কনিকা আহুজা, আশা শোভানা, হেদার নাইট, ডেন ভ্য়ান নিকার্ক, প্রীতি বোস, পুনম খেমনার, কোমল জানজাদ, মেগান শুট, সাহানা পওয়ার।
মুম্বই ইন্ডিয়ান্স স্কোয়াড: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), ন্য়াট সিবার, যস্তিকা ভাটিয়া, অ্য়ামেলিয়া কের, অমনজ্যোৎ কৌর, ক্লো ট্রায়ন, পূজা বস্ত্রকার, ধারা গুজ্জর, সাইকা ইসাক, সোনম যাদব, হেইলি ম্যাথুজ, হেদার গ্রাহাম, হুমাইরা কাজি, ইসি ওং, জিন্তিমনি কলিতা, নীলম বিস্ত, প্রিয়াঙ্কা বালা।