মুম্বই: দেখতে দেখতে উইমেন্স প্রিমিয়ার লিগ শেষের পথে। ক্রিকেট ভক্তরা দারুণ উপভোগ করছে ডব্লিউপিএলও (WPL)। ৫ দলের উইমেন্স প্রিমিয়ার লিগকে স্বাগত জানিয়েছে ক্রিকেট ভক্তরা। ২৪ মার্চ রয়েছে টুর্নামেন্টের প্লে অফ। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৬ মার্চ। আগামী কাল, মঙ্গলবার উইমেন্স প্রিমিয়ার লিগের ডাবল হেডার রয়েছে। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে আরসিবি ও মুম্বই। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে অ্যালিসা হিলির ইউপি ওয়ারিয়র্স (UP Warriorz) ও মেগ ল্যানিংয়ের দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। গ্রুপ পর্বে আর দু’টি ম্যাচ বাকি রয়েছে। আজ, সোমবার গুজরাটকে ৩ উইকেটে হারিয়ে প্লে অফে পৌঁছে গিয়েছে ইউপি। ফলে আরসিবি ও গুজরাট ডব্লিউপিএলের প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। সোমবার এই প্রতিবেদন প্রকাশ হওয়ার সময় চলছে ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচ। সেখানে মুখোমুখি মুম্বই ও দিল্লি। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে হচ্ছে মুম্বইকে। হরমনপ্রীতরা আজ হেরে গেলে দিল্লির পয়েন্ট ১০ হয়ে যাবে। আগামী কাল মুম্বইয়ের ম্যাচ রয়েছে আরসিবির বিরুদ্ধে। অন্যদিকে ইউপির বিরুদ্ধে নামবে দিল্লি। ফলে দুই দলই ১০ পয়েন্ট ঝুলিতে নিয়ে শেষ ম্যাচে নামলে, কোন দল সরাসরি ফাইনালে খেলবে তার ফয়সলা হবে আগামী কালই। TV9Bangla-র এই প্রতিবেদনে জেনে নিন কখন, কীভাবে দেখবেন ডব্লিউপিএলের প্রথম সংস্করণের ২০তম ম্যাচ।
ইউপি ওয়ারিয়র্স বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি কবে হবে?
ইউপি ওয়ারিয়র্স বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি (২১ মার্চ) আগামী কাল, মঙ্গলবার হবে।
ইউপি ওয়ারিয়র্স বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি কোথায় হবে?
ইউপি ওয়ারিয়র্স বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে হবে।
ইউপি ওয়ারিয়র্স বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে ইউপি ওয়ারিয়র্স বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ নাগাদ। ম্যাচের আগে ৭টা নাগাদ টস হবে।
কোথায় দেখা যাবে ইউপি ওয়ারিয়র্স বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচের লাইভ স্ট্রিমিং?
ইউপি ওয়ারিয়র্স বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্পোর্টস ১৮। মোবাইলে মেয়েদের আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে। পাশাপাশি উইমেন্স প্রিমিয়ার লিগের প্রতিটি ম্যাচের লাইভ আপডেট দেখতে পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।
ইউপি ওয়ারিয়র্স স্কোয়াড: সোফি এক্লেস্টন, দীপ্তি শর্মা, তাহিলা ম্য়াকগ্রা, শাবনিম ইসমাইল, অ্যালিসা হিলি (অধিনায়ক), অঞ্জলী সর্বানী, রাজেশ্বরী গায়কোয়াড়, পার্শ্ববী চোপড়া, শ্বেতা শেরাওয়াত, সোপাধন্দী যশশ্রী, কিরণপ্রভু নবগীরে, গ্রেস হ্য়ারিস, দেবিকা বৈদ্য়, দয়ালান হেমলতা, লরেন বেল, লক্ষ্মী যাদব, সিমরন শেখ।
দিল্লি ক্য়াপিটালস স্কোয়াড: জেমাইমা রডরিগজ, মেগ ল্যানিং (অধিনায়ক), শেফালি ভার্মা, রাধা যাদব, শিখা পান্ডে, মারিজানে কাপ, তিতাস সাধু, অ্যালিস ক্যাপসি, তারা নরিস, লরা হ্য়ারিস, জসিয়া আখতার, মীনু মানি, তানিয়া ভাটিয়া, পুনম যাদব, জেস জোনাসন, স্নেহা দীপ্তি, অরুন্ধতী রেড্ডি, অপর্ণা মণ্ডল।