Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

UPW vs DC, WPL 2023 : প্রথম ফাইনালিস্ট, কী বলছেন দিল্লি অধিনায়ক?

UP Warriorz vs Delhi Capitals, WPL 2023 : দিল্লি ক্যাপিটালস ৫ উইকেটের ব্যবধানে জিতলেও তাদের ফিল্ডিং চিন্তার বিষয় হতে পারে। অথচ পুরো টুর্নামেন্টে অনবদ্য ফিল্ডিং করেছে দিল্লি।

UPW vs DC, WPL 2023 : প্রথম ফাইনালিস্ট, কী বলছেন দিল্লি অধিনায়ক?
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Mar 22, 2023 | 12:03 AM

মুম্বই : শুরু থেকে টানা জিতলেও মুম্বইয়ের কাছে হেরে ধাক্কা। দিল্লি ক্য়াপিটালস হাল ছাড়েনি। ভুললে চলবে না তাদের অধিনায়ক মেগ ল্য়ানিং। তাঁর নেতৃত্বে পাঁচটি বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। উইমেন্স প্রিমিয়ার লিগে ব্য়াটিং এবং নেতৃত্ব, সব দিক থেকেই নজর কাড়ছেন অজি ক্রিকেটার মেগ ল্য়ানিং। উদ্বোধনী উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম ফাইনালিস্টও হল তারাই। মুম্বই ইন্ডিয়ান্স অনবদ্য় গতিতে ছুটছিল। হঠাৎই জোড়া ধাক্কা খায় মুম্বই। লিগ পর্বের শেষ দিন প্রথম ম্য়াচে মুম্বই জিতেছিল। কিন্তু নেট রান রেটে ছাপিয়ে যেতে পারেনি দিল্লি ক্য়াপিটালসকে। ফলে ইউপি ওয়ারিয়র্সকে কোনওরকমে হারালেই সরাসরি ফাইনাল নিশ্চিত ছিল দিল্লির। সেটাই হল। ওয়ারিয়র্সের বিরুদ্ধে ৫ উইকেটের জয়ে ফাইনাল নিশ্চিত করল দিল্লি। ম্য়াচ শেষে দিল্লি ও ইউপি অধিনায়ক যা বললেন, বিস্তারিত TV9Bangla-য়।

দিল্লি ক্য়াপিটালস ৫ উইকেটের ব্য়বধানে জিতলেও তাদের ফিল্ডিং চিন্তার বিষয় হতে পারে। অথচ পুরো টুর্নামেন্টে অনবদ্য ফিল্ডিং করেছে দিল্লি। রাধা যাদব, জেমাইমা রডরিগজ মুগ্ধকর কিছু ক্য়াচ নিয়েছে। ফাইনাল নিশ্চিত হলেও ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে ফিল্ডিং অস্বস্তিতে রাখতে পারে মেগ ল্য়ানিংকে। এই ম্য়াচে চারটি ক্যাচ ফসকেছে তারা। ম্য়াচ শেষে দিল্লি অধিনায়ক মেগ ল্য়ানিং বলেন, ‘আমার মনে হয় না, এই ম্য়াচে সেরাটা দিতে পেরেছি আমরা। বেশ কিছু ক্ষেত্রে খারাপ খেলেছি। বিশেষ করে বলতে হয় ফিল্ডিংয়ের কথা। এমন খেলেও শেষ অবধি জিততে পেরেছি, এটাই ভালো লাগা। বোলাররা খুবই ভালো পারফর্ম করেছে। এই পিচে ১৪০-এর মতো রান তাড়া করার মতোই। স্পিনারদের জন্য় যেমন টার্ন ছিল, তেমনই পেসাররাও সাহায্য পেয়েছে। যাই হোক, আপাতত দুটো দিন রিল্য়াক্স করব। এরপর ফাইনালের প্রস্তুতি শুরু করতে হবে।’

ইউপি ওয়ারিয়র্সের কাছে শীর্ষে ওঠার সুযোগ ছিল না। তবে ভালো পারফরম্য়ান্সে এলিমিনেটর ম্য়াচের জন্য় আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার সুযোগ পেল। হারলেও আত্মবিশ্বাসী হতেই পারে ইউপি ওয়ারিয়র্স। ম্য়াচ শেষে ইউপি ওয়ারিয়র্স অধিনায়ক অ্যালিসা হিলি বলেন, ‘আমরা বেশ কিছু প্লেয়ারকে উঠে আসার সুযোগ দিচ্ছি। তেমনই সিনিয়র প্লেয়ারদের বিশ্রাম দিয়েছি। তবে এটা অজুহাত হতে পারে না। ব্য়াটিং-বোলিং-ফিল্ডিং, তিন বিভাগেই ভালো খেলতে পারিনি। শুক্রবারের (এলিমিনেটর ম্য়াচ) আগে ভুলত্রুটি সব শুধরে নিতে হবে।’