মুম্বই: ভারতে মেয়েদের ক্রিকেটের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে আজ, ৪ মার্চ শনিবার। এতদিন ছেলেদের আইপিএল নিয়েই শুধু মাতামাতি ছিল, এ বার থেকে ক্রিকেট প্রেমীরা সাক্ষী হবে মেয়েদের আইপিএলের। বহুপ্রতীক্ষিত উইমেন্স প্রিমিয়ার লিগের ঢাকে কাঠি। ডব্লিউপিএল নিয়ে দিনদিন উত্তেজনা বাড়ছে। আগামী এক মাস ধরে চলবে মেয়েদের আইপিএল। WPL-এর উদ্বোধনী সংস্করণে খেলবে ৫টি দল। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৬ মার্চ। উইমেন্স প্রিমিয়ার লিগের বোধনে, ৪ মার্চ প্রথম ম্যাচে রাত ৮টায় মুখোমুখি হবে বেথ মুনির গুজরাট জায়ান্টস ও হরমনপ্রীত কৌরের মুম্বই ইন্ডিয়ান্স। আগামীকাল রবিবার রয়েছে মেয়েদের আইপিএলের প্রথম ডাবল হেডার। রবিবারের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে অ্যালিসা হিলির ইউপি ওয়ারিয়র্স (UP Warriorz) এবং বেথ মুনির গুজরাট জায়ান্টস (Gujarat Giants)। TV9Bangla-র এই প্রতিবেদনে জেনে নিন কখন, কীভাবে দেখবেন মেয়েদের আইপিএলের প্রথম সংস্করণের দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচ।
ইউপি ওয়ারিয়র্স বনাম গুজরাট জায়ান্টসের ম্যাচটি কবে হবে?
ইউপি ওয়ারিয়র্স বনাম গুজরাট জায়ান্টসের ম্যাচটি (৫ মার্চ) আগামী কাল, রবিবার হবে।
ইউপি ওয়ারিয়র্স বনাম গুজরাট জায়ান্টসের ম্যাচটি কোথায় হবে?
ইউপি ওয়ারিয়র্স বনাম গুজরাট জায়ান্টসের ম্যাচটি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে হবে।
ইউপি ওয়ারিয়র্স বনাম গুজরাট জায়ান্টসের ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে ইউপি ওয়ারিয়র্স বনাম গুজরাট জায়ান্টসের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ নাগাদ। ম্যাচের আগে ৭টা নাগাদ টস হবে।
কোথায় দেখা যাবে ইউপি ওয়ারিয়র্স বনাম গুজরাট জায়ান্টসের ম্যাচের লাইভ স্ট্রিমিং?
ইউপি ওয়ারিয়র্স বনাম গুজরাট জায়ান্টসের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্পোর্টস ১৮। মোবাইলে মেয়েদের আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে। পাশাপাশি উইমেন্স প্রিমিয়ার লিগের প্রতিটি ম্যাচের লাইভ আপডেট দেখতে পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।
ইউপি ওয়ারিয়র্স স্কোয়াড: সোফি এক্লেস্টন, দীপ্তি শর্মা, তাহিলা ম্য়াকগ্রা, শাবনিম ইসমাইল, অ্যালিসা হিলি (অধিনায়ক), অঞ্জলী সর্বানী, রাজেশ্বরী গায়কোয়াড়, পার্শ্ববী চোপড়া, শ্বেতা শেরাওয়াত, সোপাধন্দী যশশ্রী, কিরণপ্রভু নবগীরে, গ্রেস হ্য়ারিস, দেবিকা বৈদ্য়, দয়ালান হেমলতা, লরেন বেল, লক্ষ্মী যাদব, সিমরন শেখ।
গুজরাট জায়ান্টস স্কোয়াড: অ্যাশলে গার্ডনার, বেথ মুনি (অধিনায়ক), সোফিয়া ডাঙ্কলি, অ্যানাবেল সাদারল্য়ান্ড, হরলীন দেওল, দিয়েন্দ্র ডটিন, স্নেহ রানা, সাব্বিনেনি মেঘনা, জর্জিয়া ওয়্যারহ্য়াম, মানসী যোশী, মনিকা প্য়াটেল, তনুজা কানওয়ের, সুষমা ভার্মা, হার্লি গালা, অশ্বিনী কুমারি, শবনম এমডি।