মুম্বই: আইপিএলের ধাঁচে গত বছরই চালু হয়েছিল ডব্লিউপিএল (WPL)। এ বছরও উইমেন্স প্রিমিয়ার লিগ শুরু হওয়ার অপেক্ষায় রয়েছেন ক্রিকেট প্রেমীরা। উদ্বোধনী সংস্করণেই জনপ্রিয়তা অর্জন করেছিল উইমেন্স প্রিমিয়ার লিগ। গত বছর পুরো টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল মুম্বই ও নভি মুম্বইয়ে। এ বছর অবশ্য তেমনটা হচ্ছে না। শোনা গিয়েছে, উইমেন্স প্রিমিয়ার লিগের (Women’s Premier League) দ্বিতীয় সংস্করণ অনুষ্ঠিত হবে দুই আলাদা জায়গায়।
একাধিক রিপোর্ট অনুযায়ী, ফেব্রুয়ারির শেষ সপ্তাহে শুরু হবে উইমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় সংস্করণ। প্রাথমিকভাবে শোনা গিয়েছিল মুম্বইতেই হবে এ বারের উইমেন্স প্রিমিয়ার লিগ। কিন্তু পরবর্তীতে ডব্লিউপিএল-২০২৪ এর ভেনু হিসেবে দুটি আলাদা শহরের নাম শোনা গিয়েছে। ক্রিকেট মহলের দাবি, এ বার মেয়েদের আইপিএলও ছড়াচ্ছে দেশে। নয়াদিল্লি এবং বেঙ্গালুরুতে বসবে এ বারের ডব্লিউপিএলের আসর। উইমেন্স প্রিমিয়ার লিগের পাঁচ টিম হল — ইউপি ওয়ারিয়র্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, গুজরাট জায়ান্টস, দিল্লি ক্যাপিটালস এবং মুম্বই ইন্ডিয়ান্স। ২০২৩ সালে উইমেন্স প্রিমিয়ার লিগ জিতেছিল হরমনপ্রীত কৌরের মুম্বই ইন্ডিয়ান্স। মেগ ল্যানিংয়ের দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে প্রথম বার উইমেন্স প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হয়েছিল MI ব্রিগেড।
Bangalore & Delhi will host the WPL 2024. [Jagran News/Abhishek Tripathi] pic.twitter.com/uH3aGZSUyq
— Johns. (@CricCrazyJohns) January 10, 2024
গত বছরের ডিসেম্বরে আইপিএলের মতো উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামও অনুষ্ঠিত হয়েছিল। তাতে ৫ দল প্রয়োজন অনুযায়ী ক্রিকেটারদের দলে নিয়েছে। উইমেন্স প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পর শুরু হবে ১৭তম আইপিএল। সূত্র মারফত জানা গিয়েছে ২২ মার্চ থেকে শুরু হবে এ বারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ।