WPL 2024: রিটেনশন লিস্ট দিল বোর্ড, RCB, DC কোন প্লেয়ারদের রাখল? জেনে নিন…

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Oct 19, 2023 | 5:15 PM

Women's Premier League: অতীতেও আইপিএলের ধাঁচে মেয়েদের প্রিমিয়ার লিগ হয়েছে ভারতে। যদিও তিন দলের সেই লিগ সে ভাবে জমেনি। গত মরসুমেই শুরু হয় পাঁচ দলের উইমেন্স প্রিমিয়ার লিগ। মহিলা ক্রিকেটে ব্যাপক সাড়া ফেলেছে এই ফ্র্যাঞ্চাইজি লিগ। বিদেশি ক্রিকেটারদের পাশাপাশি ভারতের বেশ কিছু নতুন প্লেয়ার তাক লাগিয়ে দিয়েছেন। আগামী মরসুমের জন্য প্লেয়ার ধরে রাখার সময়সীমা ছিল ১৫ অক্টোবর। পাঁচটি ফ্র্যাঞ্চাইজি কোন ক্রিকেটারদের ধরে রাখল বিস্তারিত জেনে নিন।

WPL 2024: রিটেনশন লিস্ট দিল বোর্ড, RCB, DC কোন প্লেয়ারদের রাখল? জেনে নিন...
Image Credit source: TV9 Bangla Graphics

Follow Us

মুম্বই: উদ্বোধনী মরসুমেই নজর কেড়েছিল প্রিমিয়ার লিগ। অতীতেও আইপিএলের ধাঁচে মেয়েদের প্রিমিয়ার লিগ হয়েছে ভারতে। যদিও তিন দলের সেই লিগ সে ভাবে জমেনি। গত মরসুমেই শুরু হয় পাঁচ দলের উইমেন্স প্রিমিয়ার লিগ। মহিলা ক্রিকেটে ব্যাপক সাড়া ফেলেছে এই ফ্র্যাঞ্চাইজি লিগ। বিদেশি ক্রিকেটারদের পাশাপাশি ভারতের বেশ কিছু নতুন প্লেয়ার তাক লাগিয়ে দিয়েছেন। আগামী মরসুমের জন্য প্লেয়ার ধরে রাখার সময়সীমা ছিল ১৫ অক্টোবর। উইমেন্স প্রিমিয়ার লিগে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি কোন ক্রিকেটারদের ধরে রাখল বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে উদ্বোধনী মরসুমে নেতৃত্ব দিয়েছেন স্মৃতি মান্ধানা। সম্ভবত এ বারও তাঁর হাতেই নেতৃত্ব থাকবে। স্মৃতি মান্ধানা সহ আশা শোভনা, দিশা কাসাত, এলিস পেরি, হেদার নাইট, ইন্দ্রানী রায়, কনিকা আহুজা, রেনুকা সিং ঠাকুর, রিচা ঘোষ, শ্রেয়াঙ্কা পাটিল, সোফি ডিভাইনকে রিটেন করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দক্ষিণ আফ্রিকার ডেন ভ্যান নিকার্ক সহ এরিন বার্নস, কোমল জানজাদ, মেগান শুট, পুনম খেমার, প্রীতি বোস, সাহানা পওয়ারদের ছেড়ে দিল আরসিবি।

আর এক ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস রিটেন করেছে- অ্যালিস ক্য়াপসি, অরুন্ধতী রেড্ডি, জেস জোনাসেন, লরা হ্যারিস, মারিজানে কাপ, মেগ ল্যানিং, মিন্নু মনি, পুনম যাদব, রাধা যাদব, শেফালি ভার্মা, শিখা পান্ডে, স্নেহ দীপ্তি, তানিয়া ভাটিয়া এবং বাংলার পেসার তিতাস সাধুকে।

মুম্বই ইন্ডিয়ান্স রিটেন করেছে-অমনজ্যোৎ কৌর, অ্যামেলিয়া কের, ক্লো ট্রায়ন, হরমনপ্রীত কৌর, হেইলি ম্যাথুজ, হুমাইরা কাজি, ইসাবেল ওং, জিন্তিমনি কলিতা, ন্যাট সিবার, পূজা বস্ত্রকার, প্রিয়াঙ্কা বালা, সাইকা ইসাক, যস্তিকা ভাটিয়াকে।

গুজরাট জায়ান্ট যাঁদের রাখল- অ্যাশলে গার্ডনার, বেথ মুনি, দয়ালান হেমলতা, হরলীন দেওল, লরা উলফার্ট, শবনম শাকিল, স্নেহ রানা, তনুজা কানওয়ার। একঝাঁক প্লেয়ারকে ছেড়ে দিয়েছে গুজরাট জায়ান্ট। এর মধ্যে রয়েছেন অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়ারহ্যাম, সোফিয়া ডাঙ্কলির মতো তারকারাও।

ইউপি ওয়ারিয়র্স যে প্লেয়ারদের রিটেন করল- অ্যালিসা হিলি, অঞ্জলী সর্বাণী, দীপ্তি শর্মা, গ্রেস হ্যারিস, কিরন নবগীরে, লরেন বেল, লক্ষী যাদব, পার্শ্ববী চোপড়া, রাজেশ্বরী গায়কোয়াড়, যশশ্রী, শ্বেতা শেরাওয়াত, সোফি এক্লেস্টোন, তাহিলা ম্যাকগ্রাকে।

Next Article