WPL 2024: নিলামের দিন জানিয়ে দিল বোর্ড, সবচেয়ে দামি কে হতে পারেন?

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Nov 24, 2023 | 10:58 PM

Women's Premier League: উইমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় সংস্করণ অনুষ্ঠিত হতে পারে ফেব্রুয়ারি-মার্চ নাগাদ। ইতিমধ্যেই WPL-এর পাঁচটি দলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, তারা কোন প্লেয়ারকে ধরে রাখছে। এর বাইরে প্লেয়ার নেওয়ার জন্য রয়েছে নিলাম। ৯ ডিসেম্বর মুম্বইতে বসবে এই নিলামের আসর। পাঁচটি ফ্র্যাঞ্চাইজি দল হল মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, গুজরাট জায়ান্টস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং ইউপি ওয়ারিয়র্স।

WPL 2024: নিলামের দিন জানিয়ে দিল বোর্ড, সবচেয়ে দামি কে হতে পারেন?
Image Credit source: WPL

Follow Us

মুম্বই: উদ্বোধনী সংস্করণেই সুপার-হিট WPL। মেয়েদের ক্রিকেটে আগেও আইপিএলের মতো লিগ হয়েছিল। যদিও সেটি মাত্র তিন দলের। গত মরসুমে শুরু হয় আইপিএলের ধাঁচে পাঁচ দলের উইমেন্স প্রিমিয়ার লিগ। উদ্বোধনী মরসুমে চ্যাম্পিয়ন হয় হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্স। দেশের মহিলা ক্রিকেটাররা যেমন অংশ নিয়েছেন তেমনই বিদেশি ক্রিকেটাররাও। তবে নিলামে সবচেয়ে বেশি দাম পেয়েছিলেন জাতীয় দলের সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

উইমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় সংস্করণ অনুষ্ঠিত হতে পারে ফেব্রুয়ারি-মার্চ নাগাদ। ইতিমধ্যেই WPL-এর পাঁচটি দলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, তারা কোন প্লেয়ারকে ধরে রাখছে। এর বাইরে প্লেয়ার নেওয়ার জন্য রয়েছে নিলাম। ৯ ডিসেম্বর মুম্বইতে বসবে এই নিলামের আসর। অনেক প্লেয়ারকে রিটেন না করা হলেও নিলামে তাঁদের ফের নেওয়ার সুযোগ থাকবে। পাঁচটি ফ্র্যাঞ্চাইজি দল হল মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, গুজরাট জায়ান্টস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং ইউপি ওয়ারিয়র্স।

মুম্বই ইন্ডিয়ান্সকে গত মরসুমে চ্যাম্পিয়ন করেছেন হরমনপ্রীত কৌর। কোনও অঘটন না হলে এ বারও তাঁর হাতেই নেতৃত্ব থাকবে। দিল্লি ক্যাপিটালসের নেতৃত্বে মেগ ল্যানিং। অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি সদ্য আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। পাঁচটি ফ্র্যাঞ্চাইজি সব মিলিয়ে ৬০জন প্লেয়ারকে রিটেন করেছে। এর মধ্যে ২১ জন বিদেশি প্লেয়ার। ছেড়ে দেওয়া হয়েছে ২৯ জনকে। গত মরসুমে তারকা সমৃদ্ধ দল ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। স্মৃতি মান্ধানার নেতৃত্বে আরসিবির পারফরম্যান্স যদিও হতাশাজনক হয়েছিল। দলে ভারসাম্য বাড়িয়ে নেওয়াতেই নিলামে নজর আরসিবির।

Next Article