মুম্বই: চলতি ডিসেম্বরের ১৯ তারিখ দুবাইতে বসবে আইপিএল-২০২৪ (IPL 2024) এর মিনি নিলামের আসর। তার আগেই ভারতের অপর এক ফ্র্যাঞ্চাইজি লিগের নিলাম রয়েছে। তা অবশ্য দেশের বাইরে হচ্ছে না। আজ ৯ ডিসেম্বর। উইমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় সংস্করণের নিলাম। দেশ-বিদেশের মোট ১৬৫ জন ক্রিকেটারের ভাগ্য পরীক্ষা হবে। ২০২৩ সালের উইমেন্স প্রিমিয়ার লিগে (Women’s Premier League) সবচেয়ে বেশি দাম পেয়েছিলেন ভারতের তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানা। চব্বিশের ডব্লিউপিএলের নিলামে কোন মহিলা ক্রিকেটার হবেন ধনী, তা জানা যাবে আজই। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন কখন, কোথায় ও কীভাবে দেখবেন WPL 2024 Auction.
২০২৪ উইমেন্স প্রিমিয়ার লিগের নিলাম কবে অনুষ্ঠিত হবে?
২০২৪ উইমেন্স প্রিমিয়ার লিগের নিলাম কবে অনুষ্ঠিত হবে ৯ ডিসেম্বর (শনিবার)।
২০২৪ উইমেন্স প্রিমিয়ার লিগের নিলাম কোথায় অনুষ্ঠিত হবে?
২০২৪ উইমেন্স প্রিমিয়ার লিগের নিলাম অনুষ্ঠিত হবে মুম্বইয়ে।
টেলিভিশনে কোথায় দেখা যাবে ২০২৪ উইমেন্স প্রিমিয়ার লিগের নিলাম?
টেলিভিশনে স্পোর্টস ১৮ নেটওয়ার্কে দেখা যাবে ২০২৪ উইমেন্স প্রিমিয়ার লিগের নিলাম।
২০২৪ উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামের লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে?
ভারতে উইমেন্স প্রিমিয়ার লিগ-২০২৪ এর নিলামের লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেম অ্যাপ্লিকেশন ও ওয়েবসাইটে।
কখন হবে উইমেন্স প্রিমিয়ার লিগ-২০২৪ এর নিলাম?
বিকেল ৩টে নাগাদ শুরু হবে উইমেন্স প্রিমিয়ার লিগের নিলাম।
এক ঝলকে দেখে নিন সেই ৬ ক্রিকেটারদের, যাঁদের বেস প্রাইস ৪০ হাজার ও তার বেশি —