মুম্বই: এ বারের উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামের পর শিরোনামে এসেছেন বৃন্দা দীনেশ। উইমেন্স প্রিমিয়ার লিগ-২০২৪ (WPL Auction 2024) এর অন্যতম দামি প্লেয়ার হয়েছেন ভারতের বৃন্দা দীনেশ (Vrinda Dinesh)। কর্নাটকের এই ব্যাটারকে নেওয়ার জন্য হাড্ডাহাড্ডি লড়াই হয় একাধিক ফ্র্যাঞ্চাইজির মধ্যে। মাত্র ১০ লক্ষ টাকা বেস প্রাইস ছিল বৃন্দার। তাঁকে তার থেকে অনেক বেশি দাম দিয়ে দলে নিয়েছেন ইউপি। এ বারের উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামে সবচেয়ে দামি প্লেয়ারদের তালিকায় তিন নম্বরে জায়গা করে নিয়েছেন বৃন্দা। তাঁকে ১ কোটি ৩০ লক্ষ টাকায় নিয়েছে ইউপি। যারা নিলামে ৪ কোটি টাকা নিয়ে নেমেছিল। নিলাম শেষে ইউপি ওয়ারিয়র্সের পার্সে পড়ে রয়েছে ১ কোটি ৯০ লক্ষ টাকা। নিলাম শেষে কেমন হল ইউপি ওয়ারিয়র্স (UP Warriorz) দল? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
২০২৪ উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামে কতজন ক্রিকেটারকে নিয়েছে ইউপি ওয়ারিয়র্স?
ডব্লিউপিএল-২০২৪ নিলাম থেকে মোট ৫জন ক্রিকেটারকে দলে নিয়েছে ইউপি ওয়ারিয়র্স। তার মধ্যে ৪জন ভারতের ক্রিকেটার। ১জন ইংল্যান্ডের ক্রিকেটার।
২০২৪ উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামে কোন কোন ক্রিকেটারদের নিয়েছে ইউপি ওয়ারিয়র্স?
নিলাম শেষে ইউপি ওয়ারিয়র্সের পুরো স্কোয়াড – অ্যালিসা হিলি, অঞ্জলি সর্বাণী, দীপ্তি শর্মা, গ্রেস হ্যারিস, কিরণপ্রভু নভগীরে, লরেন বেল, লক্ষ্মী যাদব, পার্শ্ববী চোপড়া, রাজেশ্বরী গায়কোয়াড়, সোপাধান্নী যশশ্রী, শ্বেতা শেহরাওয়াত, সোফি এক্লেস্টন, তাহিলা ম্যাকগ্রা, বৃন্দা দীনেশ, ড্যানি ওয়াট, পুনম খেমনাল, সাইমা ঠাকর, গহর সুলতানা।