AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WPL 2024: ‘ইচ্ছে ছিলই পুলিশ হব…’, বলছেন বাংলার অলরাউন্ডার DSP দীপ্তি শর্মা

Women's Cricket-Deepti Sharma: গত মাসেই দীপ্তি শর্মার আরও একটা স্বপ্ন পূরণ হয়েছে। বরং বলা ভালো জীবনের প্রথম ইচ্ছে! উত্তরপ্রদেশ পুলিশের ডিসপি পদে নিযুক্ত হয়েছেন। ক্রিকেটে সাফল্যের সৌজন্যেই এই সম্মান পেয়েছেন দীপ্তি। এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস, দেশের জার্সিতে অন্যান্য প্রতিযোগিতা এবং দ্বিপাক্ষিক সিরিজে ভালো পারফরম্যান্সের কারণে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্মানিত করেন দীপ্তিকে। সঙ্গে ৩ কোটি আর্থিক পুরস্কারও দেওয়া হয়।

WPL 2024: 'ইচ্ছে ছিলই পুলিশ হব...', বলছেন বাংলার অলরাউন্ডার DSP দীপ্তি শর্মা
Image Credit: X
| Updated on: Feb 23, 2024 | 1:44 PM
Share

আজ থেকে শুরু হচ্ছে উইমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় সংস্করণ। এ বারের WPL-এ আজ প্রথম ম্যাচে মুখোমুখি গত বারের দুই ফাইনালিস্ট। প্রতিযোগিতার দ্বিতীয় দিন মাঠে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও ইউপি ওয়ারিয়র্স। আর এই ম্যাচে ইউপি শিবিরে নজর থাকবে বাংলার অলরাউন্ডার দীপ্তি শর্মার দিকে। ভারতীয় মহিলা ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ সদস্য দীপ্তি। তেমনই উইমেন্স প্রিমিয়ার লিগে ইউপি ওয়ারিয়র্সে। ক্রিকেটার নয়, বরং তাঁর ইচ্ছে ছিল পুলিশ হওয়ার! সেই কথাই জানিয়েছেন দীপ্তি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

গত মাসেই দীপ্তি শর্মার আরও একটা স্বপ্ন পূরণ হয়েছে। বরং বলা ভালো জীবনের প্রথম ইচ্ছে! উত্তরপ্রদেশ পুলিশের ডিসপি পদে নিযুক্ত হয়েছেন। ক্রিকেটে সাফল্যের সৌজন্যেই এই সম্মান পেয়েছেন দীপ্তি। এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস, দেশের জার্সিতে অন্যান্য প্রতিযোগিতা এবং দ্বিপাক্ষিক সিরিজে ভালো পারফরম্যান্সের কারণে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্মানিত করেন দীপ্তিকে। সঙ্গে ৩ কোটি আর্থিক পুরস্কারও দেওয়া হয়।

তিনি উত্তরপ্রদেশের। ঘরোয়া ক্রিকেটে দীপ্তি শর্মা খেলেন বাংলার হয়ে। ক্রিকেটার এবং পুলিশ। দীপ্তির কেরিয়ারে এখন দুটো স্বপ্নই পূরণ হয়েছে। উইমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় সংস্করণে নামার আগে সংবাদ সংস্থা পিটিআইকে দীপ্তি শর্মা বলেন, ‘আমার বরাবরই স্বপ্ন ছিল পুলিশ অফিসার হওয়ার। ইউনিফর্ম বড্ড টানে। আমার মনে হয়েছিল, এটা খুবই কঠিন দায়িত্ব। সেই চ্যালেঞ্জটা নিতে চেয়েছিলাম পুলিশ হয়ে।’

আপাতত ক্রিকেটেই ফোকাস। বোলিংয়ে বরাবরই অবদান রাখেন। এ বার ব্যাটিংয়েও একইরকম ছাপ ফেলতে চান। উইমেন্স প্রিমিয়ার লিগের পরিকল্পনা প্রসঙ্গে দীপ্তি বলছেন, ‘যত বেশি বল খেলার সুযোগ পাব, বড় স্কোর গড়তে পারব। টপ অর্ডারেই খেলি আর নীচের দিকে, দলের জন্য অবদান রাখাই প্রধান লক্ষ্য।’