Virat Kohli Watch Video : কোহলিকে কী ভাবে ব্যাখ্যা করছেন অজি ক্রিকেটাররা? রইল ভিডিয়ো
IND vs AUS, WTC FINAL 2023 : সব ফরম্যাট মিলিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯২টি ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। ৫০-এর ওপর গড়ে রান করেছেন ৪৯৪৫। সব মিলিয়ে ১৬টি সেঞ্চুরি এবং ২৪টি হাফসেঞ্চুরি রয়েছে।
লন্ডন : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়া। লন্ডন ওভালে মুখোমুখি দু-দল। ক্রিকেট নিঃসন্দেহে দলগত খেলা। কিন্তু এর মাঝেও ব্যক্তিগত নৈপুণ্যে খেলার বদলে দেওয়ার ক্ষমতা রাখেন কয়েকজন। তাঁদেরই একজন বিরাট কোহলি। কয়েক বছর আগেও স্যান্ডপেপার গেট কান্ডে জর্জরিত ছিল অস্ট্রেলিয়া ক্রিকেট। হারানো সম্মান পুনরুদ্ধার নিয়ে একটি ওয়েব সিরিজ হয়েছিল। ওটিটি প্লাটফর্মে সেই সিরিজে নানা বিষয়েই জানা যায়। বিরাট কোহলিকে নিয়ে অজি শিবির কতটা আতঙ্কে থাকে প্রকাশ্যে এসেছিল তাঁর নানা তথ্য। ২০১৮ সালে প্রথম বার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জেতে ভারত। সেই সিরিজের আগে অজি শিবিরের ড্রেসিংরুমে তৎকালীন কোচ কী বলেছিলেন, সেটাও রয়েছে। সামনে আরও একটা ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। বিরাট কোহলিকে কী ভাবে ব্যাখ্যা করছেন অজি ক্রিকেটাররা? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports -এর এই প্রতিবেদনে।
অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ড্রেসিংরুমে বিরাট কোহলিকে নিয়ে যেমন সমীহ রয়েছে, তেমনই শ্রদ্ধাও। বিরাটকে প্রশংসায় ভরিয়ে দেন অজি ক্রিকেটাররা। তেমনই মাঠের লড়াইয়ে নজর থাকে বিরাটের উইকেট যত দ্রুত নেওয়া যায়। WTC ফাইনালেও বিরাটের উইকেটই যে অজি শিবিরে সবচেয়ে দামি এ বিষয়ে সন্দেহ নেই। আইসিসির সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়োতে বিরাট কোহলিকে নিয়ে কী বলেছেন অজি ক্রিকেটাররা! অধিনায়ক প্যাট কামিন্স বলেন, ‘দুর্দান্ত প্লেয়ার। সর্বক্ষণ লড়াইয়ের মেজাজে থাকে।’
ফ্যাব ফোরের অন্যতম সদস্য স্টিভ স্মিথ। ফাইনালের আগে বিরাট কোহলিকে নিয়ে এককথায় বলছেন, ‘সুপারস্টার’। স্মিথ আরও যোগ করেন, ‘আমাদের বিরুদ্ধে খেলা উপভোগ করে। আমাদের বিরুদ্ধে প্রচুর রানও করেছে। আশা করি, ফাইনালে ওকে আমরা দ্রুত ফেরাতে পারবো।’
View this post on Instagram
অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটার ডেভিড ওয়ার্নার বলছেন, ‘ওর কভার ড্রাইভ অবিশ্বাস্য’। বিরাট ভক্ত এবং অস্ট্রেলিয়ার নতুন সুপারস্টার মার্নাস লাবুশেনের কথায়, ‘সব ফরম্যাটেই সর্বকালের অন্যতম সেরা প্লেয়ার।’ হেসে যোগ করলেন, ‘আশা করছি, এ সপ্তাহে যেন সেরাটা না দিতে পারে’।
অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের কথায়, ‘বিরাট ভারত সেরা’। অজি বাঁ হাতি স্পিডস্টার মিচেল স্টার্কের কথায়, ‘ভারতীয় মিডল অর্ডারের শক্তিশালী মেরুদন্ড’। অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলা বিরাট কোহলি কতটা উপভোগ করেন, পরিসংখ্যানেই স্পষ্ট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৪ টেস্টে ১৯৭৯ রান বিরাটের। ব্যাটিং গড় ৪৮.২৬। আটটি সেঞ্চুরি এবং পাঁচটি হাফসেঞ্চুরি। সর্বাধিক স্কোর ১৮৬। সব ফরম্যাট মিলিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯২টি ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। ৫০-এর ওপর গড়ে রান করেছেন ৪৯৪৫। সব মিলিয়ে ১৬টি সেঞ্চুরি এবং ২৪টি হাফসেঞ্চুরি রয়েছে।