Shubman Gill: বিদেশে খেলার অভিজ্ঞতা, WTC ফাইনালে শুভমনের বড় ভরসা
IND vs AUS WTC Final 2023: ভারতের তরুণ ওপেনার আরও যোগ করেন, 'মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেক থেকে এ বার ইংল্যান্ডে অজিদের বিরুদ্ধে ম্যাচ। মাঝে অনেক কিছুই শেখার সুযোগ রয়েছে। ড্রেসিংরুমে বিরাট, রোহিত, রাহানে, পূজারাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে। বিদেশের মাটিতে ব্যাটিং উপভোগ করি।'

লন্ডন: প্রত্যাশার পাহাড় প্রমাণ চাপ। বয়স অল্প হলেও শুভমন গিলকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। তার প্রথম কারণ, ছন্দ। আন্তর্জাতিক ক্রিকেট হোক কিংবা সদ্য সমাপ্ত আইপিএল। দুর্দান্ত ছন্দে রয়েছেন এই তরুণ ওপেনার। এই নিয়ে দ্বিতীয় বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলছে ভারত। উদ্বোধনী সংস্করণে ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরেছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল। এ বার রোহিত শর্মার নেতৃত্বে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। গত ফাইনালেও ছিলেন শুভমন গিল। দু-বছরে যেমন অনেক কিছু বদলেছে তেমনই শুভমনের ফর্মও। আইপিএলের আগে বর্ডার-গাভাসকর ট্রফির শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন। আইপিএলে তিনটি শতরান। স্বপ্নের ফর্মে। ওভালের ফাইনালে এই তরুণ ওপেনারের ওপর ব্যাপক প্রত্যাশা থাকবে। শুভমন নিজে কী বলছেন? বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
একই ক্যালেন্ডার বর্ষে টেস্ট, ওডিআই, টি-টোয়েন্টি এবং আইপিএলে সেঞ্চুরি। প্রথম ব্যাটার হিসেবে এই নজির গড়েছেন শুভমন। গত বারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দু-ইনিংসে শুভমনের অবদান ছিল ২৮ ও ৮ রান। অধিনায়ক রোহিত শর্মার ওপেনিং সঙ্গী শুভমন একটি সাক্ষাৎকারে বলেন, ‘লাল বলে খেলার অভিজ্ঞতা রয়েছে। সময়ের সঙ্গে নতুন অনেক কিছুই শিখছি। দেশের বাইরে খেলার সুযোগ আমাকে আরও আত্মবিশ্বাস দিয়েছে। বিদেশে প্রতিটা পরিস্থিতিতেই নতুন কিছু শেখার চেষ্টা করেছি।’
কেরিয়ারে এখনও অবধি ১৫টি টেস্ট খেলেছেন শুভমন। ব্যাটিং গড় ৩৪.২৩। এই ১৫টি টেস্টের মধ্যে বেশির ভাগই খেলেছেন অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিরুদ্ধে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ টেস্টে তাঁর মোট রান ৪১৩। ব্যাটিং গড় প্রায় ৫২। একটি শতরান এবং দুটি অর্ধশতরান রয়েছে অজিদের বিরুদ্ধে। শুভমনের টেস্ট অভিষেক হয়েছিল অস্ট্রেলিয়াতে। ২০২০ সালের সেই সফরে তিন টেস্টে ২৫৯ রান করেছিলেন শুভমন। এ বার ইংল্যান্ডের বিরুদ্ধে অজিদের বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের বড় ভরসা শুভমন।
ভারতের তরুণ ওপেনার আরও যোগ করেন, ‘মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেক থেকে এ বার ইংল্যান্ডে অজিদের বিরুদ্ধে ম্যাচ। মাঝে অনেক কিছুই শেখার সুযোগ রয়েছে। ড্রেসিংরুমে বিরাট, রোহিত, রাহানে, পূজারাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে। বিদেশের মাটিতে ব্যাটিং উপভোগ করি।’





