লন্ডন : টিম ইন্ডিয়া এখন টেস্ট মোডে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বিনোদনের ক্রিকেট দেখেছে ক্রিকেট বিশ্ব। এ বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। ৭-১১ জুন লন্ডন ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়া। দ্বিপাক্ষিক সিরিজে দু-দলের সাম্প্রতিক সাক্ষাতে অনেকটাই এগিয়ে টিম ইন্ডিয়া। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অন্য লড়াই। ভারত ও অস্ট্রেলিয়ার ক্ষেত্রে সাফল্যের চাবি এবং মূল কাঁটা কারা হতে পারেন, সেটাই বেছে নিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। এই উইকেট নিলে তবেই সাফল্য মিলবে বলে মনে করেন তিনি। ভারতের ক্ষেত্রে প্রতিপক্ষের সবচেয়ে দামি উইকেট হতে চলেছে স্টিভ স্মিথ। তেমনই অজিদের কাছে যে, বিরাট কোহলির উইকেট মহামূল্যবান এ বিষয়ে সন্দেহ নেই। বিস্তারিত রইল TV9Bangla Sports -এর এই প্রতিবেদনে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিয়ে সম্প্রচারকারী চ্যানেলে প্রাক্তন অজি অধিনায়ক ফিঞ্চ বলেন, ‘ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে দু-দেশে একইরকম উত্তেজনা থাকে। দু-দলই মাঠে নেমে সেরাটা দিতে মুখিয়ে থাকে। গত তিনটি টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত এগিয়ে রয়েছে। এ বার হোম কিংবা অ্যাওয়ে নয়, নিরপেক্ষ ভেনুতে ম্যাচ। ফলে দু-দলই চাইবে সেরা পারফরম্যান্স করতে। ক্রিকেট প্রেমীদের কাছে রোমাঞ্চকর একটা ম্যাচ হতে চলেছে।’
ভারতীয় দলের সাফল্যকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ফিঞ্চ। ২০১৮ ও ২০২০ সাল, টানা দু-বার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতেছে ভারত। আইপিএলের আগেই ঘরের মাঠে বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারত জিতেছে ২-১ ব্যবধানে। টেস্ট ক্রিকেটে দুর্দান্ত ছন্দে ছিলেন বিরাট কোহলি, শুভমন গিলরা। আইপিএলেও দারুণ ছন্দে দেখা গিয়েছে এই দুই ব্যাটারকে। ফরম্যাট বদলালেও নজর থাকবে কোহলির দিকে। তেমনই অজি শিবিরে স্টিভ স্মিথ। অ্যারন ফিঞ্চের মতে, ‘দু-জনেই চার নম্বরে ব্যাট করে। দু-দলের সাফল্যের চাবি হবে দ্রুত উইকেট তোলা। যাতে বল নতুন থাকতেই এই দু-জন নামতে বাধ্য হয়। এরপর এই উইকেট দুটো দ্রুত তুলে নিতে পারলে দুর্দান্ত হবে। দু-জনের মধ্যে কার দিকে বেশি নজর থাকবে, এক্ষেত্রে আমার মত স্টিভ স্মিথ। ওর রেকর্ড অবিশ্বাস্য। দারুণ একটা প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে।’