Virat Kohli-Shubman Gill: শুভমনের উত্থানে বিরাটের কী ভূমিকা? কিং কোহলি খোলসা করলেন…
IND vs AUS WTC Final 2023: বিরাটের নামের সঙ্গে যোগ হয়েছে কিং কোহলি। তেমনই শুভমনকে বলা হচ্ছে প্রিন্স অফ ক্রিকেট। এই বিষয়টি নিয়ে কী মনে করেন বিরাট কোহলি?
লন্ডন: কিং কোহলি, প্রিন্স অফ ক্রিকেট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের অন্যতম বড় ভরসা। এই বছরটা নিঃসন্দেহে শুভমন গিলের। ওডিআই, টি-টোয়েন্টি, টেস্ট। দেশের হয়ে তিন ফরম্যাটেই সেঞ্চুরি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তিনটি সেঞ্চুরি। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, শুধু এই বছরই নয়, বরং এই দশক শুভমনেরই হতে চলেছে। যেমনটা এখন বিরাট কোহলির। কিং কোহলির পরবর্তী সময় প্রিন্স অফ ক্রিকেটের! সম্ভাবনা তেমনই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য শুভমনের। তবে বড় ভরসা কিং কোহলি। ওভালে ফাইনালের আগে কিং কোহলি জানালেন শুভমনের কেরিয়ারে তাঁর কী ভূমিকা। আইসিসিকে নানা বিষয়েই জানালেন বিরাট। কী বলছেন তিনি? বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই-তে ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েন শুভমন গিল। সদ্য সমাপ্ত আইপিএলে তিনটি শতরান সহ করেছেন ৮৯০ রান। অল্পের জন্য এক মরসুমে বিরাটের সর্বাধিক রানের রেকর্ড অক্ষত থেকেছে। প্রিন্স অফ ক্রিকেট শুভমনের কেরিয়ারে নিজের ভূমিকা প্রসঙ্গে বিরাট বলেন, ‘ও প্রতি মুহূর্তেই শেখার তাগিদ দেখায়। আমার সঙ্গে ক্রিকেট নিয়ে সবসময়ই কথা বলে। এই বয়সেই ওর দক্ষতা দুর্দান্ত।’ কোহলি আরও যোগ করেন, ‘ক্রিকেটের সর্বোচ্চ স্তরে পারফর্ম করার মতো তাগিদ, দক্ষতা এবং আত্মবিশ্বাস রয়েছে ওর মধ্যে। আমাদের মধ্যে দুর্দান্ত বোঝাপড়া রয়েছে। পরস্পরের প্রতি শ্রদ্ধার সম্পর্ক রয়েছে।’
কেরিয়ারে ১৫টি টেস্টে দুটি সেঞ্চুরি রয়েছে শুভমন গিলের। তার সেরা পারফরম্যান্স এখনও আসা বাকি রয়েছে বলেই মনে করেন কোহলি। তিনি আশাবাদী, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দুর্দান্ত পারফর্ম করবেন শুভমন। বিরাট বলছেন, ‘আমি সব সময়ই ওকে সহযোগিতা করার জন্য মুখিয়ে রয়েছি। প্রত্যাশা করছি, খুব তাড়াতাড়িই নিজের দক্ষতা উপলব্ধি করতে পারবে। এতে ভারতীয় ক্রিকেটই দীর্ঘ সময় লাভবান হবে।’
বিরাটের নামের সঙ্গে যোগ হয়েছে কিং কোহলি। তেমনই শুভমনকে বলা হচ্ছে প্রিন্স অফ ক্রিকেট। বিরাটের কথায়, ‘কিং, প্রিন্স এই ধরনের তকমাগুলো দর্শক এবং সাধারণের জন্য দারুণ বিষয়। আমার কাছে, প্রতিটা সিনিয়র প্লেয়ারের দায়িত্ব জুনিয়রদের সহযোগিতা করা। নিজের কেরিয়ারের অভিজ্ঞতাগুলো ভাগ করে নেওয়া। ওরও যতদিন এই শেখার তাগিদটা থাকবে, সর্বোচ্চ পর্যায়ে দারুণ পারফর্ম করতে পারবে।’