Virat vs Pujara : পূজারা বনাম কোহলি! কোচ দ্রাবিড়কে ছাপিয়ে যাবেন কে?

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jun 05, 2023 | 7:00 AM

IND vs AUS, WTC FINAL 2023 : বর্ডার-গাভাসকর ট্রফির শেষ ম্যাচে সেঞ্চুরি (১৮৬ রান) করেছিলেন বিরাট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও অজিদের বিরুদ্ধে সেই ফর্ম বজায় রাখতে পারলে দ্রাবিড়কে ছাপিয়ে যাওয়া সম্ভব।

Virat vs Pujara : পূজারা বনাম কোহলি! কোচ দ্রাবিড়কে ছাপিয়ে যাবেন কে?
Image Credit source: TV9 Bangla Graphics

Follow Us

লন্ডন : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়া। উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। দ্বিপাক্ষিক লড়াইয়ে গত তিনটি বর্ডার-গাভাসকর ট্রফিই জিতেছে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিরপেক্ষ ভেনুতে। লন্ডনের ওভালে মুখোমুখি হবে টেস্টের সেরা দুই দল। একটা ম্যাচ ঘিরে নানা চিত্রই রয়েছে। টানা দ্বিতীয় বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ভারত। গত বার ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে রানার্স। গত বার অল্পের জন্য ফাইনালে উঠতে পারেনি অস্ট্রেলিয়া। এ বার প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছিল অজিরা। দু-দলের লড়াইয়ের পাশাপাশি নজর থাকবে বিরাট কোহলি বনাম চেতেশ্বর পূজারার দিকেও। রাহুল দ্রাবিড়ের রেকর্ড ছাপিয়ে যাওয়ার সুযোগ রয়েছে কোহলি এবং পূজারার কাছে। কী সেই রেকর্ড! বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports -এর এই প্রতিবেদনে।

ভারতীয় ব্যাটারদের মধ্যে টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বাধিক রান সংগ্রহকারী মাস্টারব্লাস্টার সচিন তেন্ডুলকর। তৃতীয় স্থানে রয়েছেন রাহুল দ্রাবিড়। বর্তমানে ভারতীয় দলের হেড কোচ তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬০ ইনিংসে রাহুল দ্রাবিড়ের রয়েছে ২১৪৩ রান। এই রেকর্ডের খুব কাছে রয়েছেন চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলি। কে তাঁকে ছাপিয়ে যেতে পারেন, এটাই প্রশ্ন। সম্ভাবনা বেশি চেতেশ্বর পূজারার।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পূজারা, বিরাটের রেকর্ড খুবই ভালো। পূজারা ২৪ ম্যাচে ৪৩ ইনিংসে করেছেন ২০৩৩ রান। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ১১১ রান করলেই দ্রাবিড়কে ছাপিয়ে য়াবেন পূজারা। ইংল্যান্ডের পরিবেশে কাজটা যদিও সহজ নয়।

বিরাট কোহলির জন্য এই লক্ষ্য কিছুটা কঠিন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এখনও অবধি ২৪ টেস্টের ৪২ ইনিংসে করেছেন ১৯৭৯ রান। পূজারার থেকে ৫৪ রান এবং দ্রাবিড়ের থেকে ১৬৩ রানে পিছিয়ে রয়েছেন বিরাট কোহলি। হেড কোচ রাহুল দ্রাবিড়কে ছাপিয়ে ভারতীয়দের মধ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় সর্বাধিক রানসংগ্রহকারী হতে বিরাটের প্রয়োজন আরও ১৬৪ রান। বিরাট কোহলি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্ট খেলেছেন আমেদাবাদে। বর্ডার-গাভাসকর ট্রফির শেষ ম্যাচে সেঞ্চুরি (১৮৬ রান) করেছিলেন বিরাট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও অজিদের বিরুদ্ধে সেই ফর্ম বজায় রাখতে পারলে দ্রাবিড়কে ছাপিয়ে যাওয়া সম্ভব।

Next Article