লন্ডন: টেস্ট ফরম্যাটের সেরা টিম হওয়ার লড়াই। কে হবে টেস্টে বেস্ট? বিশ্বসেরা টেস্ট টিম হওয়ার লড়াইয়ে নেমে পড়ছে ভারত ও অস্ট্রেলিয়া। দুই বছর ধরে একের পর এক টেস্ট সিরিজ খেলে ২০২১-১২ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষ ল্যাপে এসে পৌঁছেছে দুটি দল, ভারত ও অস্ট্রেলিয়া (India vs Australia)। এই নিয়ে টানা দ্বিতীয় বার WTC ফাইনালে (WTC Final 2023) ভারত। অস্ট্রেলিয়া প্রথম বার। উদ্বোধনী সংস্করণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে গিয়েছিল ভারত। দ্বিতীয় বার ট্রফি হাতছাড়া করতে চান না বিরাট কোহলি, রোহিত শর্মারা। ম্যাচ খেলা হবে নিরপেক্ষ ভেনুতে। ইংল্যান্ডের দ্য ওভাল স্টেডিয়ামে খেলা হওয়ার দরুণ হোম অ্যাডভান্টেজের সুযোগ থাকছে না কোনও টিমের কাছেই। তাই লড়াইটাও হবে হাড্ডাহাড্ডি। ভারত-অস্ট্রেলিয়া টেস্টের মহারণ কোথায়, কীভাবে দেখবেন, বিস্তারিত রইল TV9 Bangla Sports–র এই প্রতিবেদনে।
ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final) কবে শুরু হচ্ছে?
ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final) শুরু হচ্ছে ৭ জুন অর্থাৎ বুধবার থেকে। চলবে ১১ জুন পর্যন্ত।
ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final) কোথায় খেলা হবে?
ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final) খেলা হবে ইংল্যান্ডে।
ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final) কোন স্টেডিয়ামে খেলা হবে?
ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final) রয়েছে লন্ডনের দ্য ওভাল স্টেডিয়ামে।
ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final) কখন শুরু হবে?
ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final) ভারতীয় সময় অনুযায়ী শুরু হবে দুপুর ৩টে থেকে। দুপুর ২.৩০ নাগাদ হবে টস।
কোথায় দেখবেন ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের (WTC Final) সরাসরি সম্প্রচার?
ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final) দেখতে পাবেন স্টার স্পোর্টস চ্যানেলে।
ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final) কোন ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে?
ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final) ম্যাচে লাইভ স্ট্রিমিং দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপে।