WTC Final 2023 : বৃষ্টিতে ধুয়ে যাবে WTC ফাইনাল, আবহাওয়া ‘ভিলেন’ হলে চ্যাম্পিয়ন নির্ধারণ হবে কীভাবে?

২০১৯-২১ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final 2023) ছিল বৃষ্টিবিঘ্নিত। সাউদাম্পটনে ফাইনালের প্রথম দিন থেকেই খেলে গিয়েছিল বৃষ্টি। ম্যাচ গড়ায় রিজার্ভ-ডে তে।

WTC Final 2023 : বৃষ্টিতে ধুয়ে যাবে WTC ফাইনাল, আবহাওয়া 'ভিলেন' হলে চ্যাম্পিয়ন নির্ধারণ হবে কীভাবে?
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jun 07, 2023 | 7:55 AM

লন্ডন: বৃষ্টি মানেই আতঙ্ক ক্রিকেটপ্রেমীদের মনে। সদ্য শেষ হওয়া আইপিএলের ফাইনালে থাবা বসিয়েছিল বৃষ্টি। শেষমেশ বৃষ্টিকে জয় করে ১৬তম আসরের চ্যাম্পিয়ন মিলেছে। এ বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও চোখ রাঙাচ্ছে বরুণদেব। আজ, বুধবার থেকে শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। ইংল্যান্ডের ওভাল স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়ার মহারণ। দ্বিতীয় বার টেস্ট ফরম্যাটের সেরা হওয়ার লড়াইয়ে ভারতীয় দল। এ বার ট্রফিটা চাই-ই চাই। কিন্তু বৃষ্টি বাধা হলে পরিকল্পনাতেও বাধা আসবে। ২০১৯-২১ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final 2023) ছিল বৃষ্টিবিঘ্নিত। সাউদাম্পটনে ফাইনালের প্রথম দিন থেকেই খেলে গিয়েছিল বৃষ্টি। ম্যাচ গড়ায় রিজার্ভ-ডে তে। আবহাওয়া বিভাগ বলছে, এ বারও ৭ জুন থেকে ১১ জুনের মধ্যে লন্ডনে বৃষ্টির জোর সম্ভাবনা। ম্যাচের পাঁচদিন কবে কেমন আবহাওয়া থাকবে, রিজার্ভ ডে-র নিয়ম কী বলছে? বিস্তারিত রইল Tv9 Bangla Sportsর এই প্রতিবেদনে।

বছরের এই সময়টিতে ইংল্যান্ডে বৃষ্টি হওয়া স্বাভাবিক। ম্যাচের প্রথম দিন তাপমাত্রা ১৩ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার কথা। আকাশ খানিকটা মেঘলা থাকবে। বৃষ্টির সম্ভাবনা ১০ শতাংশ। দ্বিতীয় দিনের তাপমাত্রা ৯- ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। সেদিন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে। তৃতীয় দিনে তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ম্যাচের প্রথম তিনটে দিনে বৃষ্টির ভ্রুকুটি নেই। সেদিক থেকে হাঁফ ছেড়ে বাঁচতে পারেন ক্রিকেটপ্রেমীরা। তবে শেষ দুটো দিনে বৃষ্টির প্রবল সম্ভাবনা। বিশেষ করে পাঁচ নম্বর দিনে। চতুর্থ দিন থেকে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে বৃষ্টি। সেদিন বর্ষণের সম্ভাবনা ৫০ শতাংশ। খেলা শুরু হওয়ার ঘণ্টা দুয়েক আগে থেকেই বৃষ্টি শুরু হতে পারে। ম্যাচ চলাকালীন একাধিকবার খেলা বন্ধ থাকার সম্ভাবনা। পঞ্চম দিনে বৃষ্টির বেগ আরও বাড়বে। ১১ জুন ওভালে ৭০ শতাংশ বৃষ্টির ভ্রুকুটি। তারপরের কয়েকটি দিনেও এভাবেই বৃষ্টি চলবে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। অর্থাৎ, গতবারের মতো এ বারও বৃষ্টি নির্ধারণ করে দেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ভবিষ্যৎ।

বৃষ্টির কথা ভেবেই ১২ জুন দিনটিকে WTC ফাইনালের রিজার্ভ ডে হিসেবে ধার্য করা হয়েছে। প্রতিদিন ৬ ঘণ্টা খেলা হবে। ৫ দিন পর্যন্ত মোট ৪৫০ ওভারের খেলা।  নির্ধারিত ৭-১১ জুন পর্যন্ত যদি মোট ৩০ ঘণ্টা খেলা না হয় তাহলে ম্যাচ গড়াবে রিজার্ভ ডে-তে। যদি রিজার্ভ ডে-তেও বৃষ্টির জন্য খেলা না হয় তাহলে ভারত ও অস্ট্রেলিয়াকে যুগ্ম বিজয়ী ঘোষণা করে দেওয়া হবে। এ ছাড়া WTC ফাইনাল ড্র হলেও একইভাবে যুগ্ম বিজয়ী ঘোষিত হবে দুই দল।