দীপঙ্কর ঘোষাল : এ মরসুমে দুর্দান্ত ছন্দে রয়েছেন রাজস্থান রয়্যালসের তরুণ ওপেনার যশস্বী জয়সোয়াল। ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল কেরিয়ারের প্রথম সেঞ্চুরি করেছিলেন। ম্যাচ হারলেও সেরার পুরস্কার জিতেছিলেন যশস্বী। অরেঞ্জ ক্যাপের দৌড়ে রয়েছেন তিনিও। ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রেকর্ড বুকে নাম লেখালেন রাজস্থান রয়্যালসের বাঁ হাতি ওপেনার যশস্বী জয়সোয়াল। আইপিএলের ইতিহাসে দ্রুততম হাফসেঞ্চুরি এল তাঁর ব্যাটে। টি-টোয়েন্টি ক্রিকেটের নিরিখে অল্পের জন্য রক্ষা পেল যুবরাজ সিংয়ের রেকর্ড। ২০০৭ সালের উদ্বোধনী টি-টোয়েন্টি বিশ্বকাপে ১২ বলে হাফসেঞ্চুরি করেছিলেন যুবরাজ সিং। যশস্বী করলেন ১৩ বলে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ইডেন গার্ডেন্সে স্পিন সহায়ক পিচ। স্পিনের লড়াইয়েই নজর ছিল। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়েন যুজবেন্দ্র চাহাল। কেকেআর ব্যাটারদের ঘাম ছুটছিল এই পিচে রান তুলতে। পঞ্জাব কিংসের বিরুদ্ধে যে পিচে ম্যাচ হয়েছিল, একই পিচে কেকেআর মাত্র ১৪৯-৮ স্কোর গড়ে। কিন্তু যশস্বী জয়সোয়ালের ব্যাটিং দেখে মনে হয়নি, এই পিচে রান তোলা একেবারেই কঠিন। নীতীশ রানার এবং রাজস্থান ইনিংসের প্রথম ওভারেই ২৬ রান তোলেন যশস্বী। এর পর মাত্র ১৩ বলে অর্ধশতরান পূর্ণ করেন। এতদিন যুগ্মভাবে আইপিএলে দ্রুততম অর্ধশতরানের রেকর্ড ছিল লোকেশ রাহুল এবং প্যাট কামিন্সের দখলে। তাঁরা ১৪ বলে অর্ধশতরান করেছিলেন। যশস্বী করলেন ১৩ বলে।
আন্তর্জাতিক ক্রিকেটে এই ফরম্যাটে দ্রুততম অর্ধশতরানের রেকর্ড রয়েছে ভারতের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংয়ের। ২০০৭ সালে উদ্বোধনী টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ১২ বলে অর্ধশতরান করেছিলেন যুবরাজ সিং। সেই ম্যাচে আরও একটি নজির গড়েছিলেন যুবি। স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ছয় ছক্কা মেরেছিলেন। যশস্বীর অনবদ্য ব্যাটিংয়েও সেই রেকর্ড অবশ্য হল না। শেষ দিকে বোর্ডে রান না থাকায় অল্পের জন্য শতরান এল না যশস্বীর ব্য়াটে। নয়তো মরসুমের দ্বিতীয় সেঞ্চুরি হত।