Yashasvi Jaiswal: ভারতকে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাবেন যশস্বী, কে মনে করছেন এমনটা?

Sunil Gavaskar: আইপিএলের মঞ্চে ব্যাটের চমক দেখিয়েছেন যশস্বী। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে একের পর এক দুরন্ত পারফরম্যান্স উপহার দেন। এ বার দেশের জার্সিতে দক্ষিণ আফ্রিকা সফরের ডাক এসেছে তাঁর কাছে। প্রথম ম্যাচে না খেলতে পারলেও, তাঁর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন ভারতীয় তারকা সুনীস গাভাসকর।

Yashasvi Jaiswal: ভারতকে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাবেন যশস্বী, কে মনে করছেন এমনটা?
যশস্বী জয়সওয়ালImage Credit source: ছবি: X

| Edited By: অভিষেক সেনগুপ্ত

Dec 11, 2023 | 3:42 PM

নয়াদিল্লি: বৃষ্টির দাপটে ভেস্তে গিয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০ ম্যাচ। এই সিরিজে এক ঝাঁক তরুণতুর্কীদের নিয়ে দল সাজিয়েছে ভারত। যার মধ্যে রয়েছেন ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। প্রথম ম্যাচে এক বলও খেলার সুযোগ হয়নি তাঁর। তাও যশস্বীকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন কিংবদন্তি সুনীল গাভাসকরের মুখে। সানির মতে, সব ফর্ম্যাটে বাজিমাত করার ক্ষমতা রয়েছে এই ইয়ংস্টারের। এই প্রসঙ্গে কী বলছেন সানি? বিস্তারিত TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।


আইপিএলের মঞ্চে ব্যাটের চমক দেখিয়েছেন যশস্বী। রাজস্থান রয়্যালসের হয়ে একের পর এক দুরন্ত পারফরম্যান্স উপহার দেন। এ বার দেশের জার্সিতে দক্ষিণ আফ্রিকা সফরের ডাক এসেছে তাঁর কাছে। প্রথম ম্যাচে না খেলতে পারলেও, তাঁর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন ভারতীয় তারকা সুনীল গাভাসকর। যশস্বীর প্রশংসা করে সানি বলছেন, “যশস্বী অসাধারণ প্রতিভাবান ক্রিকেটার। নিজের খেলার উপর এতটাই ফোকাসড যে, ও শুধু বল দেখে। আর সে ভাবেই শটের জন্য তৈরি হয়। আর কোনও দিকে তাকায় না ও। টেস্ট ফর্ম্যাটেও অসাধারণ পারফর্ম করেছে। আমার মতে, ও তিন ফর্ম্যাটে খেলারই যোগ্য।”

চলতি বছরের ওয়েস্ট ইন্ডিজ সিরিজের হাত ধরে আন্তর্জাতিক ক্রিকেটে হাতেখড়ি হয় যশস্বীর। দেশের জার্সিতে এখনও পর্যন্ত ১৩ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। একটাতে শতরান রয়েছে। আর ২ ম্যাচে হাফসেঞ্চুরি এসেছে তাঁর ব্যাট থেকে। ১৩ ম্যাচ খেলে যশস্বীর ঝুলিতে রয়েছে ৩৭০ রান। এর পাশাপাশি ভারতের হয়ে দুটি টেস্ট খেলেছেন এই তরুণ ওপেনার। যেখানে তাঁর সঞ্চয় ২৬৬ রান। আইপিএলের মঞ্চে রাজস্থান রয়্যালসের জার্সিতে সোনা ফলিয়েছেন যশস্বী। এ বার তাঁর উজ্জ্বল ভবিষৎ নিয়ে আশাবাদী গাভাসকর। প্রসঙ্গত, বিশ্বকাপের পরই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলেছে ভারত। সূর্যকুমার যাদবের নেতৃত্বে সেই সিরিজ জিতেছে ভারত। এই সিরিজেও দেশের জার্সিতে দুর্দান্ত পারফর্ম করেছেন যশস্বী।