
সিরিজের শেষ ম্যাচ। শুরুটা দুর্দান্ত করেছিলেন যশস্বী জয়সওয়াল। লিডসে সিরিজের প্রথম টেস্টে সেঞ্চুরি করেছিলেন। ইংল্যান্ডের মাটিতে সেটিই ছিল যশস্বীর প্রথম ইনিংস। আর তাতেই সেঞ্চুরি। ওভালে চলছে সিরিজের শেষ টেস্ট। কেরিয়ারে ইংল্যান্ডের মাটিতে আরও অনেক ম্যাচই খেলার সুযোগ পাবেন। এ বারের শেষটা দুর্দান্ত। সংক্ষিপ্ত কেরিয়ারে আরও একটা সেঞ্চুরি যশস্বী জয়সওয়ালের। তাঁর ইনিংসে ভর করে এখনই জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে ভারত। ওভালের যা ট্র্যাক রেকর্ড, তাতে অনেক এগিয়ে ভারত। পাশাপাশি সচিন তেন্ডুলকরের রেকর্ডও ভেঙেছেন যশস্বী।
টেস্ট ক্রিকেটের আঙিনায় প্রবেশ সংক্ষিপ্তই বলা যায়। ভারতের তরুণ ওপেনার একের পর দুর্দান্ত ইনিংস খেলে চলেছেন। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। এ বারও লিডস টেস্ট দিয়ে দুর্দান্ত শুরু। প্রত্যাশা বাড়ছিল তাঁকে নিয়ে। মাঝের সময়টা ভালো যায়নি। ওভাল টেস্টে যেন নতুন জয়সওয়াল।
দ্বিতীয় দিন জ্যাজ়বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেছিলেন। ম্যাচের তৃতীয় দিন সেঞ্চুরি পূর্ণ করলেন মাত্র ১২৭ বলে। হাফসেঞ্চুরির পরই অবশ্য কিংবদন্তি সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙেছিলেন। মাত্র ২৩ বছর বয়সে ইংল্যান্ডের বিরুদ্ধে হাফসেঞ্চুরি প্লাস স্কোরের নিরিখে সচিনের থেকে এগিয়ে যশস্বী। সেঞ্চুরিতেই থামেননি। ভারতীয় ইনিংসকে এখনও টেনে নিয়ে যাচ্ছেন। ওভালে চতুর্থ ইনিংসে রান তাড়ার নিরিখে সর্বাধিক ২৫০ প্লাস স্কোর রয়েছে। সেটিও শতাব্দী প্রাচীন। ভারত ইতিমধ্যেই ২০৭ রানে এগিয়ে। ফলে ২৫০ পেরোলে জেতার সম্ভাবনা প্রবল।