Yashasvi Jaiswal: পেটে প্রবল ব্য়থা, মাঠ থেকেই হাসপাতালে যেতে হল ভারতীয় ওপেনার যশস্বীকে!

Indian Cricketer: পুনেতে রাজস্থানের বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফি খেলছিলেন যশস্বী। জানা গিয়েছে, পেটের ব্যথা ম্যাচ শুরুর সময় থেকেই অনুভব করছিলেন। তা সত্ত্বেও ফিল্ডিং করেছেন। মুম্বইয়ের হয়ে ব্যাট করতেও নামেন। ওপেন করে ১৬ বলে ১৫ করে আউট হন। তার পরই আরও বেশি শরীর খারাপ হয় তাঁর।

Yashasvi Jaiswal: পেটে প্রবল ব্য়থা, মাঠ থেকেই হাসপাতালে যেতে হল ভারতীয় ওপেনার যশস্বীকে!
অসুস্থ ভারতীয় ব্যাটার!Image Credit source: PTI

| Edited By: সুপ্রিয় ঘোষ

Dec 17, 2025 | 1:36 PM

কলকাতা: হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি যশস্বী জয়সওয়াল। ভারতীয় দলের ওপেনার মুম্বইয়ের হয়ে খেলার সময় অসুস্থ বোধ করেন। তাঁকে ম্যাচের পরই নিয়ে যাওয়া হয় হাসপাতালে। যা খবর, আপাতত স্থিতিশীল যশস্বী। তবে হাসপাতালেই রয়েছেন। চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। পেটের তীব্র যন্ত্রণা নিয়ে ভর্তি হয়েছিলেন ২৩ বছরের ক্রিকেটার। ইন্টারভেনাস ওষুধ দেওয়া হয়েছে। প্রথা মাফিক সিটি স্ক্যানও করা হয়েছে। বোর্ডের তরফে এখনও কোনও মেডিকেল বুলেটিন জারি করা হয়নি।

পুনেতে রাজস্থানের বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফি খেলছিলেন যশস্বী। জানা গিয়েছে, পেটের ব্যথা ম্যাচ শুরুর সময় থেকেই অনুভব করছিলেন। তা সত্ত্বেও ফিল্ডিং করেছেন। মুম্বইয়ের হয়ে ব্যাট করতেও নামেন। ওপেন করে ১৬ বলে ১৫ করে আউট হন। তার পরই আরও বেশি শরীর খারাপ হয় তাঁর। ঝুঁকি না নিয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। যা খবর, প্রাথমিক চিকিৎসায় পেটে ক্র্যাম্প হয়েছিল ম্যাচের সময়। ম্যাচ শেষ হওয়ার পর যা প্রবল আকার নেয়।

যশস্বী খেলতে না পারলেও রাজস্থানকে হারিয়েছে মুম্বই। ২১৭ রানের টার্গেট নিয়ে ব্য়াট করতে নেমে ৭২ করেন অজিঙ্ক রাহানে। ২২ বলে ৭৩ রানের বিস্ফোরক ইনিংস খেলেন সরফরাজ খান। ৩ উইকেটে জয় তুলে নেয় মুম্বই। তবে নক আউটে পা রাখতে পারেনি মুম্বই। টি-টোয়েন্টি হোক আর ওয়ান ডে, সম্প্রতি দুরন্ত ছন্দেই ছিলেন যশস্বী। মুস্তাক আলিতে তিন ম্যাচে ১৪৫ রান করেছেন। যার মধ্যে হরিয়ানার বিরুদ্ধে রয়েছে দুরন্ত সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও তিন ম্যাচে ১৫৬ রান করেছেন রোহিত শর্মার ওপেনিং পার্টনার হিসেবে নেমে। যশস্বী অবশ্য ভারতের টি-টোয়েন্টি দলে নেই। সুস্থ হওয়ার সময় পেয়ে যাবেন।