
সিরিজের প্রথম ইনিংসে সেঞ্চুরি, শেষ ইনিংসেও। কেরিয়ারে ৬টি টেস্ট সেঞ্চুরি রয়েছে ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। এর মধ্যে চারটি এসেছে ইংল্যান্ডের বিরুদ্ধে। এ বার ইংল্যান্ডের মাটিতে করেছেন দুটি সেঞ্চুরি। লিডসে সিরিজ শুরু হয়েছিল। ইংল্যান্ডের মাটিতে কেরিয়ারের প্রথম ইনিংস। সেখানেই ঝকঝকে পারফরম্যান্স। ওভালে প্রথম ইনিংসে সুবিধা করতে পারেননি। দ্বিতীয় ইনিংসে অনবদ্য ব্যাটিং। তার নেপথ্যে রোহিত শর্মা!
ওভাল টেস্টের তৃতীয় দিন স্ট্যান্ডে ছিলেন রোহিত শর্মা। টেস্ট ক্রিকেটে সদ্য প্রাক্তন ক্যাপ্টেন রোহিত শর্মার বিশেষ বার্তাই যশস্বীকে তাতিয়ে ছিল, এমনটাই জানিয়েছেন যশস্বী। সেঞ্চুরির পরই স্ট্যান্ডের দিকে তাকিয়ে বিশেষ সেলিব্রেশন দেখা গিয়েছিল যশস্বী জয়সওয়ালের। হার্ট সাইন দেখাচ্ছিলেন। সিনিয়র রোহিতকেই কি তাহলে সেই ভালোবাসার, শ্রদ্ধার কথা জানিয়েছিলেন? ইঙ্গিত এমনই।
ওভাল টেস্টে সেঞ্চুরি ইনিংসের প্রস্তুতি সম্পর্কে যশস্বী বলেছেন, ‘এটা প্রত্য়েকের জন্যই জরুরি। চেষ্টা করে যেতে হবে। দলের প্রত্যেকেই চেষ্টা করছিলাম, এই সিরিজের শেষ ইনিংসটায় সর্বস্ব দেওয়ার। মানসিক ভাবে আমিও সেভাবেই প্রস্তুতি নিয়েছি। রোহিত ভাইকে দেখতে পেয়েছিলাম। ওকে হাই বলি। ওই আমাকে বলেছিল, ব্যাটিংটা চালিয়ে যেতে।’
ওভাল টেস্টে যশস্বীর দুরন্ত সেঞ্চুরি এবং বাকি ব্য়াটারদের সৌজন্য়ে এগিয়ে রয়েছে ভারত। এই টেস্ট জিতে সিরিজ ড্র করাই লক্ষ্য। সেই লক্ষ্যের দিকে ঠিক পথেই রয়েছে শুভমন গিলের নেতৃত্বাধীন ভারতীয় দল।