IND vs ENG: ‘কুক চলে যেতেই…’, ভারত সফরে স্টোকসরা রাঁধুনি আনছেন শুনে যা বললেন বীরু

Jan 07, 2024 | 12:56 PM

England Cricket Team: অবশ্য এই প্রথম কোনও সফরে যে ব্যক্তিগত রাঁধুনি নিয়ে যাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট টিম, তেমনটা নয়। এর আগে গত বছর পাকিস্তান সফর থেকেই অভিনব পন্থা অবলম্বন করেছিল। যাতে পেটের কোনও গোলমাল বা ওই জাতীয় সমস্যা না হয় তাই ইসিবি তাদের ক্রিকেটারদের জন্য এই উপায় বের করেছে।

IND vs ENG: কুক চলে যেতেই..., ভারত সফরে স্টোকসরা রাঁধুনি আনছেন শুনে যা বললেন বীরু
'কুক চলে যেতেই...', ভারত সফরে স্টোকসরা রাঁধুনি আনছেন শুনে বীরু যা বললেন
Image Credit source: X

Follow Us

নয়াদিল্লি: ভারতের খাবার, সংস্কৃতি একাধিক বিদেশি ক্রিকেটারদের বিশেষ পছন্দের। বিভিন্ন দেশের ক্রিকেটাররা ভারত সফরে আসলেই এখানকার বিখ্যাত খাবার চেখে দেখার সুযোগ ছাড়েন না। জানুয়ারিতেই ভারত সফরে আসছে ইংল্যান্ড টিম (India vs England)। রোহিত শর্মার টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন বেন স্টোকসরা। এই সিরিজের জন্য ব্যক্তিগত শেফ নিয়ে ভারতে আসছে ইংল্যান্ড ক্রিকেট টিম। এ বার এই খবর জানার পর থেকে সোশ্যাল মিডিয়ায় একাধিক বার্তা দিয়েছেন দেশের প্রাক্তন ক্রিকেটাররা। এই তালিকায় রয়েছেন ভারতীয় প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেওয়াগও (Virender Sehwag)। মজার ছলে এ বার তিনি স্টোকসদের একহাত নিলেন।

আসলে ইংল্যান্ড বার্মি আর্মি (যারা ইংল্যান্ড ক্রিকেট টিমের সমর্থক গ্রুপ) সোশ্যাল মিডিয়া সাইট X এ একটি ছবি দিয়ে লিখেছিল, ‘ইংল্যান্ড তাদের ব্যক্তিগত শেফ নিয়ে ভারতে যাবে এই মাসে। ভারত সফরে যাতে ক্রিকেটাররা অসুস্থ না হয়ে পড়ে, তাই এই পন্থা অবলম্বন করা হয়েছে।’ এই X বার্তার উত্তরেই বীরু মজা করে একটি হাসির ইমোজি দিয়ে লেখেন, ‘এই দরকারটা কুক চলে যাওয়ার পরই পড়ল। আইপিএলের সময় প্রয়োজন পড়বে না।’ বীরু আসলে কুক বলতে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার অ্যালিস্টার কুকের কথা বলেছেন।

অবশ্য এই প্রথম কোনও সফরে যে ব্যক্তিগত রাঁধুনি নিয়ে যাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট টিম, তেমনটা নয়। এর আগে গত বছর পাকিস্তান সফর থেকেই অভিনব পন্থা অবলম্বন করেছিল। যাতে পেটের কোনও গোলমাল বা ওই জাতীয় সমস্যা না হয় তাই ইসিবি তাদের ক্রিকেটারদের জন্য এই উপায় বের করেছে। ইংল্যান্ড ক্রিকেট টিমের সঙ্গে শেফ ওমর মেজিয়ান ভারত সফরে আসবেন। টিম হোটেলে তো বটেই ম্যাচের সময় এবং লাঞ্চ বা ডিনারে ইংল্যান্ডের ক্রিকেটাররা কী খাবেন তা শেফ ওমর মেজিয়ান ঠিক করে দেবেন।

 

Next Article