Virat vs Naveen-Ul-Haq: ‘যেটার যোগ্য সেটাই তো পাবে’, আফগান পেসারের ঔদ্ধত্য সীমা ছাড়াল

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

May 02, 2023 | 12:59 PM

LSG vs RCB, IPL 2023: বিরাট কোহলির সঙ্গে দাঁড়িয়ে কথা বলার সময় নবীন উল হক-কে ডাকেন লখনউ অধিনায়ক লোকেশ রাহুল। কিন্তু তরুণ আফগান ক্রিকেটার মাথা ও হাত নেড়ে বিরক্তি প্রকাশ করে চলে যান।

Virat vs Naveen-Ul-Haq: যেটার যোগ্য সেটাই তো পাবে, আফগান পেসারের ঔদ্ধত্য সীমা ছাড়াল
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা: মাঠের ঝামেলা মাঠে ফেলে রেখে আসতে নারাজ। বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া জিইয়ে রাখতে চাইছেন আফগান পেসার নবীন উল হক। ২৩ বছরের আফগান ক্রিকেটারের প্রথম আইপিএল। চলতি ইন্ডিয়ান প্রিমিয়র লিগে যে গুটি কয় আফগানিস্তানের ক্রিকেটার খেলছেন তাঁদের মধ্যে একজন (IPL 2023)। তাঁদের মধ্যে নবীন শিরোনামে রইলেন বিরাট কোহলির সঙ্গে ঝামেলায় জড়িয়ে। ম্যাচের উত্তেজনার মুহূর্তে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়া স্বাভাবিক। কিন্তু নবীন (Naveen-Ul-Haq) ঝামেলা টিকিয়ে রাখতে চাইলেন। লখনউয়ের অধিনায়ক লোকেশ রাহুল চেষ্টা করেছিলেন। বিরাটের সঙ্গে দাঁড়িয়ে কথা বলার সময় নবীনকে ডাকেন তিনি। কিন্তু তরুণ আফগান ক্রিকেটার মাথা ও হাত নেড়ে বিরক্তি প্রকাশ করে চলে যান। আফগান পেসারের আচরণ দেখে অবাক হয়ে যান বিরাট ও রাহুল দু’জনই। এখানেই শেষ নয়। ম্যাচের পর নাম না করে বিরাটের উদ্দেশে ইনস্টাগ্রামে স্টোরি দিলেন নবীন। যার বাংলা অর্থ করলে দাঁড়ায়, “তুমি যেটার যোগ্য, সেটাই তো পাবে। এটাই হওয়া উচিত এবং সেটাই হয়েছে।” বিস্তারিত রইল Tv9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের মধ্যে তর্কাতর্কির পাশাপাশি লখনউ সুপার জায়ান্টসের পেসার নবীন উল হকের সঙ্গেও ঝামেলা জড়ান বিরাটের সঙ্গে। শাস্তি স্বরূপ বিসিসিআই তিনজনেরই ম্যাচ ফিজ কেটে নিয়েছে। বিরাট ও গম্ভীরের একশো শতাংশ জরিমানা হয়েছে। নবীনের জরিমানা ৫০ শতাংশ। জরিমানা বিষয়টি প্রকাশ্যে আসার পর মঙ্গলবার সকালে বিরাট কোহলি ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছিলেন। যার বাংলা করলে দাঁড়ায়, “আমরা যা শুনি সবই মতামত, সত্যি নয়। আমরা যা দেখি তা হল দৃষ্টিভঙ্গি। সেটাও আসল নয়।” বিরাট কার উদ্দেশে এই পোস্ট করেছেন বিরাট সেটা স্পষ্ট নয়। তবে বিরাটের পোস্ট দেখে নবীন উল হক তার ইনস্টা স্টোরিতে তা লিখলেন তার অর্থ হল, ‘যে যেটার যোগ্য সেটাই তো পাবে।’

ম্যাচের পর লখনউয়ের অধিনায়ক লোকেশ রাহুলকে বিরাট বলছিলেন, তাঁর ও নবীনের মধ্যে আসলে কী ঘটেছিল। বিরাটের শরীরী ভাষা দেখে বোঝা যাচ্ছিল, রাহুলের কাছে নালিশ করছেন তিনি। আফগান পেসারের খারাপ ব্যবহারের নালিশ করছিলেন। ঠিক তখনই পিছন ঘুরে নবীনকে ডাকেন রাহুল। যা হয়েছে তার জন্য বিরাটের সঙ্গে মিটমাট করে নিতে বলেন। কিন্তু নবীনের শরীরে ঔদ্ধত্য বজায় ছিল তখনও। লোকেশ রাহুলের কথায় পাত্তাই দিলেন না তিনি। উল্টে হাত নেড়ে বুঝিয়ে দিলেন, দলের অধিনায়কের কথা শুনতে মোটেও আগ্রহী নন।