LSG, IPL 2023: প্লে অফ নিশ্চিত নয়, দলকে মাঝপথে ছেড়ে দেশে ফিরলেন লখনউয়ের বিদেশি ক্রিকেটার
Mark Wood, IPL 2023: শেষবেলায় দলকে ছেড়ে দেশে ফিরে গেলেন লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) তারকা ক্রিকেটার মার্ক উড। চলতি আইপিএলের নিলামের আগে ৭ কোটি ৫০ লক্ষ টাকায় মার্ক উডকে কিনেছিল লোকেশ রাহুলের দল।

লখনউ : আপাতত চলতি আইপিএলের (IPL 2023) পয়েন্ট টেবলের তিন নম্বরে রয়েছে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। গ্রুপ পর্বে ক্রুণাল পান্ডিয়াদের আর তিনটি ম্যাচ বাকি। ১১টি ম্যাচ খেলে ৬টি জয় ও ৪টি হারের পর জায়ান্টসদের ঝুলিতে রয়েছে ১১ পয়েন্ট। ফলে প্লে অফ এখনও নিশ্চিত নয় সুপার জায়ান্টসদের। এরই মাঝে লখনউ শিবির ছেড়ে দেশে ফিরে গেলেন দলের এক বিদেশি তারকা। লখনউয়ের হয়ে শেষ ৩টি ম্যাচে আর খেলতে পারবেন না তিনি। কথা হচ্ছে মার্ক উডকে (Mark Wood) নিয়ে। মে মাসের শেষের দিকে তাঁর স্ত্রী সারা দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন। এই সময় স্ত্রীর পাশে থাকার জন্য দেশে ফিরে গেলেন উড। তাঁকে ফেয়ারওয়েল জানিয়ে একটি ভিডিয়ো শেয়ার করেছে লখনউ। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
দ্বিতীয় বার বাবা হতে চলেছেন মার্ক উড। শেষের দিকের ম্যাচে তাঁকে না পাওয়াটা লখনউয়ের কাছে বিরাট ধাক্কার হতে চলেছে। চলতি আইপিএলে তিনি যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছেন। প্রসঙ্গত, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে লখনউ জার্সিতে অভিষেক ম্যাচে উড মাত্র ১৪ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছিলেন। এ বারের আইপিএলে মাত্র চার ম্যাচে খেলে তিনি মোট ১১টি উইকেট নিয়েছেন।
ইংল্যান্ড যাওয়ার পথে মার্ক উডের জন্য লখনউ সুপার জায়ান্টস নিজেদের সোশ্যাল মিডিয়ায় একটি ফেয়ারওয়েল ভিডিয়ো শেয়ার করেছে। সেখানে উড নিজের প্রতিক্রিয়াও জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি আমার মেয়ের জন্মের জন্য ফিরে যাচ্ছি। দলকে ছেড়ে যাওয়ার কারণে আমি ভীষণ দুঃখিত। কিন্তু, ভালো একটি কারণের জন্যই আমাকে ফিরে যেতে হচ্ছে। আশা করছি, আমি আবারও ফিরে আসব এবং আপনারা আমাকে ম্যাচ খেলতে দেখতে পাবেন। আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী যে খুব একটা বেশি ম্যাচ আমি খেলতে পারলাম না।’
We’re so happy for you, Woody. You’ll be missed! ?? pic.twitter.com/4KKd2BVmtX
— Lucknow Super Giants (@LucknowIPL) May 7, 2023
ওই ভিডিয়োতে দেখা যায় দলের সকলে উডকে এই সই করা জার্সি উপহার দিচ্ছে। উড আরও বলেন, ‘এ বারের আইপিএলে আমি মোট চারটে ম্যাচ খেলেছি। তারমধ্যে বেশ কয়েকটা উইকেট নিয়েছি। আশা করছি, আবারও এই দলের হয়েই খেলব। এটা একটা দারুণ দল। সকলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে। এই দলটাকে আমি খুব ভালোবাসি। দলের কোচিং স্টাফেরাও অসাধারণ। এই দলের প্রত্যেকটা ক্রিকেটারই যথেষ্ট ভালো পারফরম্যান্স করছে। আমাদের আরও ভালো করে পারফর্ম করতে হবে যাতে প্রথমে প্লে অফ এবং তারপর আমরা ফাইনালে জায়গা করে নিতে পারি। দলের সকলে সেই চেষ্টাই করে যাচ্ছে।’





