ক্রিকেটকে বিদায় ইউসুফ পাঠানের

Feb 26, 2021 | 5:55 PM

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান (Yusuf Pathan) সব ফর্ম্যাটের ক্রিকেট (Cricket) থেকে অবসর (Retirement) নিলেন। নিজের টুইটারে এমনটাই জানালেন ভারতের অলরাউন্ডার। ছোটবেলা থেকেই ক্রিকেট তাঁর জীবনের সঙ্গে ওতপ্রতভাবে জড়িয়ে ছিল। দুই ফর্ম্যাটেই জাতীয় দলের হয়েও খেলেছেন। তবে টি-টোয়েন্টি স্পেশালিস্ট ছিলেন। পাশাপাশি ঘরোয়া ক্রিকেট ও আইপিএলেও খেলেছেন। দেশের হয়ে মোট ৫৭টি একদিনের ম্যাচে ৮১০ রান করেছেন, ৩৩টি উইকেট নিয়েছেন।

1 / 5
পাকিস্তানের বিরুদ্ধে ২০০৭ সালে টি-২০ অভিষেক।তিনি লিখেছেন, "আমার এখনও মনে আছে যেদিন আমি প্রথমবার ভারতের জার্সি পরেছিলাম। ওটা শুধু জার্সি ছিল না আমার কাছে। সেদিন আমি বুঝতে পেরেছিলাম আমার পরিবার, কোচ, বন্ধুবান্ধবের আমার ওপর কতটা প্রত্যাশা রয়েছে।"

পাকিস্তানের বিরুদ্ধে ২০০৭ সালে টি-২০ অভিষেক।তিনি লিখেছেন, "আমার এখনও মনে আছে যেদিন আমি প্রথমবার ভারতের জার্সি পরেছিলাম। ওটা শুধু জার্সি ছিল না আমার কাছে। সেদিন আমি বুঝতে পেরেছিলাম আমার পরিবার, কোচ, বন্ধুবান্ধবের আমার ওপর কতটা প্রত্যাশা রয়েছে।"

2 / 5
একদিনের ম্যাচে অভিষেক হয় পাকিস্তানের বিরুদ্ধে ২০০৮ সালে।

একদিনের ম্যাচে অভিষেক হয় পাকিস্তানের বিরুদ্ধে ২০০৮ সালে।

3 / 5
২০০৭ সালের টি-২০ এবং ২০১১ সালের ৫০ ওভারের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের হয়ে খেলেছিলেন ইউসুফ।

২০০৭ সালের টি-২০ এবং ২০১১ সালের ৫০ ওভারের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের হয়ে খেলেছিলেন ইউসুফ।

4 / 5
সচিন তেন্ডুলকরকে কাঁধে তুলে ঘোরার কথা এখনও মনে পড়ে তাঁর। এমনটাই বলেছেন ইউসুফ পাঠান।

সচিন তেন্ডুলকরকে কাঁধে তুলে ঘোরার কথা এখনও মনে পড়ে তাঁর। এমনটাই বলেছেন ইউসুফ পাঠান।

5 / 5
দুইবার আইপিএল জয়ী কেকেআর দলের হয়ে খেলেছিলেন তিনি।

দুইবার আইপিএল জয়ী কেকেআর দলের হয়ে খেলেছিলেন তিনি।

Next Photo Gallery