
পাকিস্তানের বিরুদ্ধে ২০০৭ সালে টি-২০ অভিষেক।তিনি লিখেছেন, "আমার এখনও মনে আছে যেদিন আমি প্রথমবার ভারতের জার্সি পরেছিলাম। ওটা শুধু জার্সি ছিল না আমার কাছে। সেদিন আমি বুঝতে পেরেছিলাম আমার পরিবার, কোচ, বন্ধুবান্ধবের আমার ওপর কতটা প্রত্যাশা রয়েছে।"

একদিনের ম্যাচে অভিষেক হয় পাকিস্তানের বিরুদ্ধে ২০০৮ সালে।

২০০৭ সালের টি-২০ এবং ২০১১ সালের ৫০ ওভারের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের হয়ে খেলেছিলেন ইউসুফ।

সচিন তেন্ডুলকরকে কাঁধে তুলে ঘোরার কথা এখনও মনে পড়ে তাঁর। এমনটাই বলেছেন ইউসুফ পাঠান।

দুইবার আইপিএল জয়ী কেকেআর দলের হয়ে খেলেছিলেন তিনি।