প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান (Yusuf Pathan) সব ফর্ম্যাটের ক্রিকেট (Cricket) থেকে অবসর (Retirement) নিলেন। নিজের টুইটারে এমনটাই জানালেন ভারতের অলরাউন্ডার। ছোটবেলা থেকেই ক্রিকেট তাঁর জীবনের সঙ্গে ওতপ্রতভাবে জড়িয়ে ছিল। দুই ফর্ম্যাটেই জাতীয় দলের হয়েও খেলেছেন। তবে টি-টোয়েন্টি স্পেশালিস্ট ছিলেন। পাশাপাশি ঘরোয়া ক্রিকেট ও আইপিএলেও খেলেছেন। দেশের হয়ে মোট ৫৭টি একদিনের ম্যাচে ৮১০ রান করেছেন, ৩৩টি উইকেট নিয়েছেন।