নয়াদিল্লি: ভারতীয় তারকা অলরাউন্ডার যুবরাজ সিংকে (Yuvraj Singh) চেনেন না এমন ক্রিকেট প্রেমী খুব কমই আছেন। অনেক ক্রিকেট ভক্তদের মনে যুবরাজ নাম শুনলেই ভেসে ওঠে স্ট্রুয়ার্ট ব্রডকে তাঁর মারা ছয় ছক্কার কথা। যুবরাজের একাধিক ইনিংস ক্রিকেট প্রেমীদের হৃদয়ে গাঁথা রয়েছে। যুবি সফল ক্রিকেটার, কিন্তু তাঁর ভাই ২২ গজে নয়। বরং হাত জমিয়েছেন অন্য দুনিয়ায়। যুবরাজ সিংয়ের ভাই ভিক্টর যোগরাজ সিং সম্প্রতি News 18-কে এক সাক্ষাৎকারে তাঁর ক্রিকেটের সঙ্গে যোগ এবং চলচ্চিত্র বিভিন্ন বিষয় নিয়ে তাঁর মতামত জানিয়েছেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ভারতীয় ক্রিকেটার এবং অভিনেতা যোগরাজ সিংয়ের প্রথম স্ত্রী শবনমের সন্তান যুবরাজ এবং জোরাবর। পরবর্তীতে শবনমের সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার পর যোগরাজ সিং বিয়ে করেন মীনা ভান্ডালকে। তাঁদের সন্তান ভিক্টর যোগরাজ সিং এবং আমনজোৎ কৌর। যুবরাজের ভাই ভিক্টর সম্প্রতি বলেছেন, খেলাধুলা এবং অভিনয় আমাদের পরিবারের রক্তে। এবং ক্রিকেট ও অভিনয়ের মধ্যে কোনও একটাকে কেরিয়ার হিসেবে বাছার সময় তিনি বেশ চাপে পড়ে গিয়েছিলেন।
যুবরাজের ভাই ভিক্টর যোগরাজ সিং জানান, ছেলেবেলা থেকেই ক্রিকেট ও অভিনয় উভয় ক্ষেত্রেই তাঁর প্রচুর আগ্রহ ছিল। কিন্তু তিনি ছেলেবেলায় বাবা যোগরাজের সঙ্গে সেটে অনেক ঘুরতেন এবং এরপর বড় হওয়ার পর ফিল্ম ডিরেকশনের দিকে ঝুঁকে পড়েন। তাই ভবিষ্যতে অভিনয় ও পরিচালনায় এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ভিক্টর যোগরাজ সিং নিউ ইয়র্ক থেকে ডাইরেকশন এবং লেখালেখির একটি কোর্স করেছেন। এবং শীঘ্রই পঞ্জাবি চলচ্চিত্রে পরিচালক হিসেবে কেরিয়ার এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। ওই সিনেমা এক বিশেষ কারণে আরও গুরুত্বপূর্ণ। কারণ, এই ছবিতে তিনি তাঁর বাবা যোগরাজ এবং মা মীনাকে পরিচালনা করবেন।
যুবির ভাই জানান যে, তিনিও দাদার মতো ক্রিকেট খেলতে পছন্দ করেন। একইসঙ্গে তিনি জানান, তাঁর দাদা সব সময় তাঁকে প্রচুর সমর্থন করেছেন। ভিক্টর জানান, ছেলেবেলায় তিনি ক্রিকেট খেলতে গিয়ে এক অনুশীলন ম্যাচে বল ধরতে গিয়ে হাতে চোট পান। পরবর্তীতে তিনি ক্রিকেট থেকে সরে যান। এরপর পাকাপাকি লাইটস-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় প্রবেশ করেন তিনি।