নয়াদিল্লি: ২০০৭ সালে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) জিতেছিল ভারত। মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নেতৃত্বে সেই প্রথম বিশ্বকাপ জয়। সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছিল। সেই বিশ্বকাপেই অন্যতম সেরা তারকা হয়ে গিয়েছিল যুবরাজ সিং (Yuvraj Singh)। ২০০৭ সালে আজকের দিনে অর্থাৎ ১৯ সেপ্টেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে অবিশ্বাস্য সাফল্য পেয়েছিলেন তিনি। ডারবানে স্টুয়ার্ট ব্রডকে ছয় বলে ছ’টা ছয় মেরেছিলেন যুবি। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে ওই ছয় ছক্কা আজও লোকগাথা হয়ে রয়েছে। ১৬ বছর পরও সেই ইতিহাস উদযাপন চলছে রমরমিয়ে। যা খোদ যুবরাজকে আচ্ছন্ন করে রেখেছে। TV9Bangla Sportsএ বিস্তারিত।
🗓️ #OnThisDay in 2007
6⃣6⃣6⃣6⃣6⃣6⃣@YUVSTRONG12 created history after smashing 6⃣ sixes in an over to score the fastest ever T20I Fifty 💥#TeamIndia pic.twitter.com/750RPbSeqB
— BCCI (@BCCI) September 19, 2023
যুবরাজ ১৬ বছর আগের সেই ঘটনা তুলে ধরেছেন একটি দারুণ ভিডিয়োর মধ্যে দিয়ে। টুইটারে যা পোস্ট করে যুবি লিখেছেন, ‘দারুণ স্যান্ড আর্টের জন্য ধন্যবাদ ক্রিস্টি ভালিয়াভেত্তিল। যদিও তুমি এটা তৈরি করেছিলে আমার জন্মদিনে। কিন্তু এটা আজকের দিনে শেয়ার করার গুরুত্ব অন্যরকম।’
Thank you for this lovely sand art, Christy Valiyaveettil ❤️ even though you created this for my birthday, today is also an apt occasion for me to share it. #16Years #SixSixes pic.twitter.com/9f34hL4gwk
— Yuvraj Singh (@YUVSTRONG12) September 19, 2023
ইংল্যান্ডের বিরুদ্ধে ১৮তম ওভারে বল করতে এসেছিলেন ব্রড। তখন ক্রিজে যুবরাজ। প্রথম বলেই ছয় মেরে গ্যালারি তাতিয়ে দিয়েছিলেন। পরের দুটো বলেও পর পর ছয়। হ্যাটট্রিক করার পর যুবি যেন আরও আগ্রাসী হয়ে গিয়েছিলেন। পরের দু’বলে আবার ছয় মারে ব্রডকে। ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার যেন বুঝতেই পারছিলেন না কোথায় রাখবেন বল। ওভারের শেষ বলটাতে আবার ছয়। ছ’বলে ছ’টা ছয় ক্রিকেটের ইতিহাসে নতুন নয়। কিন্তু বিশ্বকাপের আসরে এক ওভারে ছয় ছক্কার ঘটনা সেই প্রথম। যুবরাজ যেন এক নতুন ইতিহাস লিখে দিয়েছিলেন। কুড়ি-বিশের ফর্ম্যাট সাফল্য পাবে কিনা, এ নিয়ে খানিকটা হলেও দোলাচলে ছিল আইসিসি। কিন্তু যুবরাজের এক ওভারে ছ’টা ছয় ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল। মাত্র ১২ বলে হাফসেঞ্চুরি করে যুবি বুঝিয়ে দিয়েছিলেন, এই ফর্ম্যাটই আগামী দিনে শাসন করবে ক্রিকেট।