Yuzvendra Chahal-Dwayne Bravo : ব্র্যাভোকে ছাপিয়ে আইপিএলে ইতিহাস যুজবেন্দ্র চাহালের
Kolkata Knight Riders vs Rajasthan Royals : দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি যুজবেন্দ্র চাহালের লক্ষ্য ছিল ব্যক্তিগত রেকর্ডেও। ১৪৩তম ম্যাচে ব্র্যাভোকে ছাপিয়ে গেলেন তিনি। এ বার যে ছন্দে রয়েছেন, রাজস্থান তাঁর কাছে সুযোগ রয়েছে অনেকটা গ্যাপ বাড়িয়ে নেওয়ারও।
দীপঙ্কর ঘোষাল : কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধেই আইপিএল অভিষেক হয়েছিল যুজবেন্দ্র চাহালের। মুম্বই ইন্ডিয়ান্স জার্সিতে। একই ম্যাচে মুম্বইয়ের ক্যাপ্টেন হিসেবে অভিষেক হয়েছিল রোহিত শর্মার। এখন ভিন্ন দলে চাহাল-রোহিত। তবে আইপিএলে যে দলের বিরুদ্ধে অভিষেক করেছিলেন, তাদের বিরুদ্ধেই রেকর্ডও গড়লেন যুজবেন্দ্র চাহাল। কেকেআরের অধিনায়ক নীতীশ রানাকে ফেরাতেই ১৪৩ তম ম্যাচে তাঁর উইকেট সংখ্যা হয় ১৮৪। আইপিএলের ইতিহাসে সর্বাধিক উইকেট শিকারি হলেন যুজবেন্দ্র চাহাল। ছাপিয়ে গেলেন ডোয়েন ব্র্যাভোকে। বর্তমানে চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ ডোয়েন ব্র্যাভো। উদ্বোধনী আইপিএল থেকেই খেলেছেন। গত মরসুমে আইপিএল কেরিয়ারে ইতি হয় ব্র্যাভোর। আজ তাঁর রেকর্ডও হাতছাড়া হল। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
গত ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে চার উইকেট নিয়েছিলেন রাজস্থান রয়্যালসের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। যদিও দল হেরেছে। শুধু তাই নয়, ইডেনে নামার আগে শেষ ছ’টি ম্যাচের মধ্যে পাঁচটিতেই হেরে এসেছে রাজস্থান রয়্যালস। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। লক্ষ্য একটাই, জয়ে ফেরা। কেকেআরকে অল্প রানের মধ্যে বেঁধে রাখাই লক্ষ্য। দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি যুজবেন্দ্র চাহালের লক্ষ্য ছিল ব্যক্তিগত রেকর্ডেও। ১৪৩তম ম্যাচে ব্র্যাভোকে ছাপিয়ে গেলেন তিনি। এ বার যে ছন্দে রয়েছেন, রাজস্থান তাঁর কাছে সুযোগ রয়েছে অনেকটা গ্যাপ বাড়িয়ে নেওয়ারও। সর্বাধিক উইকেটের তালিকায় রয়েছেন রাজস্থান রয়্যালসে তাঁর সতীর্থ রবিচন্দ্রন অশ্বিনও। তবে চাহালের থেকে অনেকটাই দূরত্বে রয়েছেন অশ্বিন।
অবশেষে ইনিংসের একাদশ ওভারে যুজবেন্দ্র চাহালকে আক্রমণে আনেন সঞ্জু স্যামসন। ক্রিজে দুই বাঁ হাতি ব্যাটার নীতীশ রানা ও ভেঙ্কটেশ আইয়ার। হয়তো দুই বাঁ হাতি ব্যাটারের কারণেই তাঁকে আক্রমণে আনছিলেন না সঞ্জু। দ্বিতীয় বলেই নীতীশ রানা স্লগ সুইপ ট্রাই করেন। শিমরন হেটমায়ারের ক্যাচে নজিরে চাহাল।