Yuzvendra Chahal : ‘ও ভারতীয় দলের যোগ্যই নয়’, চাহালকে নিয়ে বিস্ফোরণ পাক ক্রিকেটারের

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Aug 26, 2023 | 9:07 PM

Asia cup 2023 : যুজবেন্দ্র চাহালকে এশিয়া কাপের দলে না রাখার সিদ্ধান্ত সঠিক। বলছেন, পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার দানিশ কানেরিয়া।

Yuzvendra Chahal : ও ভারতীয় দলের যোগ্যই নয়, চাহালকে নিয়ে বিস্ফোরণ পাক ক্রিকেটারের

Follow Us

কলকাতা : এশিয়া কাপের ১৭ সদস্যের দলে ঠাঁই হয়নি যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal)। অজিত আগরকরদের এই সিদ্ধান্ত নিয়ে দু’ভাগ ক্রিকেট বিশ্ব। প্রচুর মানুষ চাহালের পক্ষে কথা বলছেন। প্রাক্তন ক্রিকেটাররাও ভারতীয় দলের লেগস্পিনারের পাশে দাঁড়িয়েছেন। উল্টোটাও ঘটেছে। চাহালকে এশিয়া কাপের (Asia Cup 2023) দলে জায়গা না দেওয়ার সিদ্ধান্তে বিসিসিআইয়ের নির্বাচকরা পাশে পেলেন এক পাকিস্তানি ক্রিকেটারকে। পড়শি দেশের প্রাক্তন ক্রিকেটার দানিশ কানেরিয়ার মতে, এশিয়া কাপে যুজবেন্দ্রকে না রেখে সঠিক সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। নিজের ইউটিউব চ্যানেলে কানেরিয়া বলেন, “যুজবেন্দ্র চাহাল ভারতীয় দলে খেলার যোগ্যই নয়।” হঠাৎ কেন চাহালের বিপক্ষে কথা বললেন পাক ক্রিকেটার। কেনই বা তাঁকে যোগ্য মনে করছেন না? বিস্তারিত রইল TV9 Bangla Sportsএর এই প্রতিবেদনে।

নিজের ইউটিউব চ্যানেলে কানেরিয়া বলেছেন, “যুজবেন্দ্র এই মুহূর্তে ভারতীয় দলে থাকার যোগ্য নয়। ওর ধারাবাহিকতা নেই। সেখানে কুলদীপ যাদব নিয়মিত ভাবে উইকেট নিচ্ছেন। মাঝের ওভারগুলিতে ম্যাচে প্রভাব ফেলতে পারেন। যুজবেন্দ্র চাহালকে বাদ দিয়ে কুলদীপ যাদবকে বেছে নেওয়ার সিদ্ধান্ত সঠিক।” ২০১৭ সাল থেকে জাতীয় দলের নিয়মিত সদস্য যুজবেন্দ্র চাহাল। এশিয়া কাপের দলে যুজিকে না রাখার কারণ হিসেবে রোহিত শর্মা বলেছিলেন, দলের ভারসাম্য বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এশিয়া কাপে জায়গা মেলেনি বলে ওডিআই বিশ্বকাপ টিমে চাহাল সুযোগ পাবেন না এটা ভাবার কোনও কারণ নেই।

এ দিকে, হরভজন সিং পাশে দাঁড়িয়েছেন যুজবেন্দ্র চাহালের। তাঁর মতে, সাদা বলের ক্রিকেটের সেরা স্পিনার চাহাল। কয়েকটি ম্যাচের পারফর্ম্যান্স দেখে তাঁকে বিচার করাটা ভুল। ভাজ্জি বলেন, “দলে যে অভাব থাকবে তা হল যুজবেন্দ্র চাহালের অনুপস্থিতি। যদি তুমি জেনুইন স্পিনারের কথা বলো সেক্ষেত্রে সাদা বলের ফরম্যাটে যুজবেন্দ্র চাহালের থেকে ভালো কেউ আছে বলে আমার মনে হয় না। ওর শেষ কয়েকটি ম্যাচের পারফরম্যান্স ভালো হয়নি। তাতে ও খারাপ বোলার হয়ে যায় না।”

সব মিলিয়ে কী দাঁড়াল? চাহালকে নিয়ে বিতর্ক কমছে না। বরং বেড়েই চলেছে উত্তরোত্তর। এশিয়া কাপ তো বটেই, বিশ্বকাপেও হয়তো এর জের থাকবে!

Next Article