Yuzvendra Chahal : তিন বছর, তিনটে বিশ্বকাপ! চাহালের নজরে ‘টেস্ট ক্যাপ’

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Sep 08, 2023 | 6:05 PM

ODI World Cup 2023: গত টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কোয়াডে রাখা হয় চাহালকে। অস্ট্রেলিয়ার মাটিতে ডান হাতি রিস্ট স্পিনাররা বরাবরই ফ্যাক্টর। ভারতীয় টিম ম্যানেজমেন্টের অবশ্য তা মনে হয়নি।

Yuzvendra Chahal : তিন বছর, তিনটে বিশ্বকাপ! চাহালের নজরে টেস্ট ক্যাপ
Image Credit source: twitter

Follow Us

নয়াদিল্লি: আরও একটা বিশ্বকাপ ‘মিস’ করতে চলেছেন যুজবেন্দ্র চাহাল। ২০১৬ সালে ভারতীয় ক্রিকেটে দুই রিস্ট স্পিনারের প্রবেশ। নিয়মিত নজর কাড়ছেন। একজন যুজবেন্দ্র চাহাল, আর এক জন কুলদীপ যাদব। টি-টোয়েন্টি ফরম্যাটে দেশের সর্বাধিক উইকেট শিকারি। কিন্তু বিশ্বকাপ এলেই সব যেন ওলট-পালট হয়ে যায়। ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে আশ্চর্যজনক ভাবে বাদ পড়েন চাহাল। গত বছর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে ছিলেন। এক ম্যাচেও খেলানো হয়নি তাঁকে। ওয়ান ডে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তাতেও জায়গা মেলেনি। চাহালের নজরে এ বার টেস্ট ক্রিকেট। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

দেশের জার্সিতে ওয়ান ডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে খেলেছেন চাহাল। টেস্টে এখনও সুযোগ হয়নি। কুলদীপ যাদব তিন ফরম্যাটেই খেলার সুযোগ পেয়েছেন। চাহালেরও লক্ষ্য টেস্ট ক্যাপ। সেটা তো আর নিজের হাতে নেই! তবে ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ ফরম্যাটে খেলে নির্বাচকদের নজরে আসতে চান। যুজবেন্দ্র চাহাল বলছেন, ‘আমি এখনও স্বপ্ন দেখি, টেস্ট ক্রিকেটার তকমা পাওয়ার। ঘরোয়া ক্রিকেট, রঞ্জি ট্রফিতে সেরাটা দেওয়ার চেষ্টা করব। তাহলে হয়তো আমার এই স্বপ্ন পূরণের একটা সম্ভাবনা থাকবে। টেস্ট ক্রিকেটে দেশের হয়ে খেলতে চাই।’

আরব আমির শাহিতে ২০২১ সালের বিশ্বকাপে শেষ মুহূর্তে তাঁকে বাদ দেওয়ায় সমালোচনার ঝড় উঠেছিল। হঠাৎই নেওয়া হয় বরুণ চক্রবর্তীকে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কোয়াডে রাখা হয়। অস্ট্রেলিয়ার মাটিতে ডান হাতি রিস্ট স্পিনাররা বরাবরই ফ্যাক্টর। ভারতীয় টিম ম্যানেজমেন্টের অবশ্য তা মনে হয়নি। এ বার ওয়ান ডে বিশ্বকাপেও সুযোগ মেলেনি। তা নিয়ে মন্তব্যে নারাজ। চাহালের কথায়, ‘ঠিক আছে। কিছু বিষয় আমার হাতে নেই। যতদিন খেলার সুযোগ পাব, সেরাটা দেওয়ার চেষ্টা করে যাব। প্রতিটা ম্যাচেই সেই লক্ষ্যে নামি। দলে কিংবা একাদশে সুযোগ পাওয়া আমার নিয়ন্ত্রণে নেই।’

Next Article