India World Cup Squad: চাহালকে না রাখায় অবাক ভাজ্জি, অশ্বিনকে কি নেওয়া যেত?

কৌস্তভ গঙ্গোপাধ্যায় | Edited By: দীপঙ্কর ঘোষাল

Sep 05, 2023 | 7:25 PM

Cricket World Cup Squad: নিয়ম অনুযায়ী ২৮ সেপ্টেম্বরের পর এই দলে কোনও পরিবর্তন করতে হলে আইসিসির অনুমতির প্রয়োজন। এখন দেখার শেষ পর্যন্ত এই ১৫ জনের দলই বিশ্বকাপে পারফর্ম করে, নাকি চাহাল বা অশ্বিনের শিঁকে ছেড়ে।

India World Cup Squad: চাহালকে না রাখায় অবাক ভাজ্জি, অশ্বিনকে কি নেওয়া যেত?
Image Credit source: twitter

Follow Us

কলকাতা: বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা হল। তবে সেই দল নির্বাচন নিয়ে রয়েছে বিস্তর প্রশ্ন। এশিয়া কাপের পর বিশ্বকাপের দল থেকেও বাদ পড়লেন যুজবেন্দ্র চাহাল। একমাত্র রিস্ট স্পিনার হিসেবে দলে জায়গা পেয়েছেন কুলদীপ যাদব। এমনকি অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনকেও রাখা হয়নি বিশ্বকাপের দলে। যদিও দীর্ঘদিন সাদা বলের ক্রিকেটে দেশের জার্সিতে দেখা যায়নি অশ্বিনকে। দেশের মাটিতে বিশ্বকাপ। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, সেটাকে মাথায় রেখেই চাহাল কিংবা অশ্বিনকে দলে রাখা উচিত ছিল। রবীন্দ্র জাডেজা এবং অক্ষর প্যাটেল দু’জনেই বাঁ-হাতি স্পিনার অলরাউন্ডার। সাংবাদিক সম্মেলনে দলনায়ক রোহিত শর্মা বলেছেন, দলে ব্যাটিং গভীরতা বাড়াতেই অধিক অলরাউন্ডার রাখার ব্যাপারে জোর দেওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে, অক্ষরের পরিবর্তে অশ্বিনকে কি রাখা যেত না? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বাঁ-হাতি ব্যাটারদের বিপক্ষে একজন ডান হাতি অফস্পিনার ফ্যাক্টর হয়ে উঠতে পারেন। সেক্ষেত্রে দেশের মাটিতে বিশ্বকাপের কথা মাথায় রেখে অশ্বিনকে দলে রাখা যেতেই পারত। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংও করতে পারেন অশ্বিন। ভুললে চলবে না, অশ্বিন সব ফরম্যাটেই ভালো ব্যাটার। আইপিএলেও দেখা গিয়েছে অশ্বিন ফ্যাক্টর হয়ে উঠেছেন। সাদা বলের ক্রিকেটে যদিও দেশের জার্সিতে দীর্ঘদিন মাঠের বাইরে আছেন তামিলনাড়ুর অফস্পিনার। তবে অশ্বিনের অভিজ্ঞতা আর তাঁর বোলিং গুরুত্বপূর্ণ হয়ে উঠতেই পারত। বাঁ-হাতি ব্যাটারদের সমস্যায় ফেলতে এই ১৫ জনের দলে কোনও ডান হাতি অফস্পিনারই নেই। একমাত্র বাঁ-হাতি লেগস্পিনার কুলদীপ যাদবের উপরেই ভরসা রাখতে হবে টিম ম্যানেজমেন্টকে।

এ ছাড়া যুজবেন্দ্র চাহালকে না রাখা নিয়েও উঠছে বিস্তর প্রশ্ন। উপমহাদেশীয় উইকেটে চাহালের ঘূর্ণি যে কোনও সময় ফ্যাক্টর হতে পারে। চাহাল কতটা ভয়ঙ্কর তা আইপিএলে বারবার বোঝা গিয়েছে। যদিও ২০ ওভার আর ৫০ ওভারের ক্রিকেটের মধ্যে তফাৎ রয়েছে। তবে তাঁর লেগস্পিন যে কোনও সময়ই বিপদে ফেলতে পারে প্রতিপক্ষকে। সব দিক ভেবেই বোলিংয়ে গুরুত্ব বাড়াতে চাহালকে রাখা যেতেই পারত বিশ্বকাপের দলে। ভারতের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংও টুইট করেছেন, চাহালকে বিশ্বকাপের দলে না দেখতে পেয়ে তিনি অবাক হয়েছেন।

উল্লেখ্য, ২৮ সেপ্টেম্বরের পর এই দলে কোনও পরিবর্তন করতে হলে আইসিসির অনুমতির প্রয়োজন। এখন দেখার শেষ পর্যন্ত এই ১৫ জনের দলই বিশ্বকাপে পারফর্ম করে, নাকি চাহাল বা অশ্বিনের শিঁকে ছেড়ে।

Next Article