
রাজকোট: তিনি এখনও ফুরোননি… তার প্রমাণ দিলেন ভারতীয় তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। রাজকোটে চলছে বাংলা ও হরিয়ানার বিজয় হাজারে ট্রফির (Vijay Hazare Trophy) কোয়ার্টার ফাইনাল। সেখানে হরিয়ানার হয়ে খেলছেন যুজবেন্দ্র চাহাল। বাংলার হয়ে শাহবাজ আহমেদ ছাড়া আর কেউ কোয়ার্টার ফাইনালে সেই অর্থে জ্বলে উঠতে পারেননি। তার নেপথ্যে রয়েছেন যুজবেন্দ্র চাহাল। তিনি একাই বাংলার ৪ উইকেট সাবাড় করে নেন। প্রোটিয়া সফরে যাওয়ার আগে চাহালের এই ফর্ম ভারতীয় দলের জন্যও স্বস্তির। দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে ওডিআই সিরিজের স্কোয়াডে রয়েছেন চাহাল। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
হরিয়ানার বিরুদ্ধে ১০ ওভার বল করে চাহাল দিয়েছেন ৩৭ রান। আর তুলে নিয়েছেন ৪টি উইকেট। ওডিআই সিরিজের জন্য প্রোটিয়া সফরে যাওয়ার আগে যুজির এই পারফরম্যান্স যেমন তাঁর আত্মবিশ্বাস বাড়াবে, তেমনই ভারতীয় দলও তাঁকে একাদশে নেওয়ার ভাবনাও হয়তো শুরু করবে। সৌরাষ্ট্রের শুষ্ক পিচে বাংলার ব্যাটারদের বৈচিত্রময় বোলিংয়ের মাধ্যমে চাপে ফেলেছেন চাহাল। তিনি কোয়ার্টার ফাইনাল ম্যাচে তুলে নেন অনুষ্টুপ মজুমদার, ঋত্বিক রায় চৌধুরী, প্রদীপ্ত প্রামানিক ও মহম্মদ কাইফের উইকেট। চাহাল চলতি বিজয় হাজারে ট্রফিতে হরিনায়ার হয়ে ৮ ম্যাচে ১৮ উইকেট নিয়েছেন। তার মধ্যে রয়েছে উত্তরাখণ্ডের হয়ে ৬ উইকেটও। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ৭টি ম্যাচে হরিয়ানার হয়ে খেলেছিলেন চাহাল। তাতে ১১টি উইকেট নিয়েছিলেন।
Innings Break!
Shahbaz Ahmed’s fighting 100(118) helps Bengal post 225 against Haryana.
4️⃣ wickets for Yuzvendra Chahal
2️⃣ wickets each for SP Kumar & Rahul TewatiaChase coming up shortly…
Follow the Match ▶️ https://t.co/Ife9ABthHS#VijayHazareTrophy | @IDFCFIRSTBank pic.twitter.com/bypSPvOLA7
— BCCI Domestic (@BCCIdomestic) December 11, 2023
সাদা বলের ক্রিকেটে যুজবেন্দ্র চাহাল সুযোগ পেলেই নিজেকে প্রমাণ করেছেন। কিন্তু ভারতীয় দলে চলতি বছরের অগস্ট থেকে আর খেলার সুযোগ পাননি। কয়েকদিন আগে শেষ হওয়া ওডিআই বিশ্বকাপের স্কোয়াডেও ঠাঁই মেলেনি চাহালের। এ বার অবশ্য জাতীয় দলে ফিরেছেন চাহাল। বর্তমানে ভারতীয় টিম ব্যস্ত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে। চলতি ডিসেম্বরেই রয়েছে এই দুই দলের ওডিআই সিরিজ। সেই সিরিজের জন্য ভারতের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন চাহাল। এ বার তিনি প্রোটিয়াদের বিরুদ্ধে একাদশে সুযোগ পান কিনা সেটাই দেখার। ইন্দোরে জানুয়ারিতে শেষ বার ভারতের হয়ে ওডিআইতে খেলেছিলেন চাহাল।