IPL 2023: অরেঞ্জ ও পিঙ্ক আর্মির লড়াইয়ে বোলিংয়ে বাজিমাত যুজির

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 03, 2023 | 4:08 PM

SRH vs RR, IPL: রবি-বিকেলে উপলের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অরেঞ্জ আর্মির ক্যাপ্টেন ভুবনেশ্বর কুমার। প্রথমে ব্যাটিং করে পাহাড় প্রমাণ রান তোলে পিঙ্ক আর্মি। এই ম্যাচে নজর কেড়েছে যে বোলাররা দেখে নিন ছবিতে...

1 / 8
হায়দরাবাদ বনাম রাজস্থান ম্যাচে বিশেষ নজরে ছিলেন আফগানিস্তানের বোলার ফজলহক ফারুকি। রাজস্থানের বিরুদ্ধে বছর ২২ এর আফগান বোলারের আইপিএল ডেবিউ হয়েছে। অভিষেক ম্যাচে নজর কাড়লেও প্রচুর রান দিয়েছেন ফারুকি। তবে নিয়েছিলেন দু'টি গুরুত্বপূর্ণ উইকেট। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

হায়দরাবাদ বনাম রাজস্থান ম্যাচে বিশেষ নজরে ছিলেন আফগানিস্তানের বোলার ফজলহক ফারুকি। রাজস্থানের বিরুদ্ধে বছর ২২ এর আফগান বোলারের আইপিএল ডেবিউ হয়েছে। অভিষেক ম্যাচে নজর কাড়লেও প্রচুর রান দিয়েছেন ফারুকি। তবে নিয়েছিলেন দু'টি গুরুত্বপূর্ণ উইকেট। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

2 / 8
আইপিএলে ডেবিউ ম্যাচ খেলতে নেমে আফগান তারকা ফজলহক ফারুকি গোলাপি শহরের দলের দুই ওপেনারের উইকেট নিয়েছিলেন। পাওয়ার প্লে-র শেষ ওভারে অসাধারণ ছন্দে থাকা জস বাটলারের (৫৪) উইকেট তুলে নিয়ে রাজস্থানকে প্রথম ধাক্কা দেন ফারুকি। ১৩তম ওভারে সেট হয়ে যাওয়া যশস্বী জসওয়ালের উইকেটটি তুলে নেন ফারুকি। ৪ ওভার হাত ঘুরিয়ে ৪১ রান দিয়ে ২টি উইকেট নেন তিনি। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

আইপিএলে ডেবিউ ম্যাচ খেলতে নেমে আফগান তারকা ফজলহক ফারুকি গোলাপি শহরের দলের দুই ওপেনারের উইকেট নিয়েছিলেন। পাওয়ার প্লে-র শেষ ওভারে অসাধারণ ছন্দে থাকা জস বাটলারের (৫৪) উইকেট তুলে নিয়ে রাজস্থানকে প্রথম ধাক্কা দেন ফারুকি। ১৩তম ওভারে সেট হয়ে যাওয়া যশস্বী জসওয়ালের উইকেটটি তুলে নেন ফারুকি। ৪ ওভার হাত ঘুরিয়ে ৪১ রান দিয়ে ২টি উইকেট নেন তিনি। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

3 / 8
উল্লেখ্য, পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের এক ম্যাচে ১৮তম ওভারে জোড়া উইকেট নিয়ে আফগানদের ম্যাচে ফিরিয়েছিলেন। তার ফলে ফারুকির ওপর আস্থা রেখে শেষ ওভারে বল হাতে তুলে দেন আফগান ক্যাপ্টেন মহম্মদ নবী। সেখানে শেষ ওভারে পরপর ফারুকির বলে ২টো ছয় মারেন পাকিস্তানের নাসিম শাহ। আর ম্যাচ জিতে নেয় পাকিস্তান। রাজস্থানের বিরুদ্ধে শেষ ওভারে বল করতে এসেছিলেন ফারুকি। শেষ ওভারে ১০ রান দিয়ে যান তিনি। শেষ অবধি ২০০ রানের গণ্ডি পেরিয়ে যায় পিঙ্ক আর্মি। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

উল্লেখ্য, পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের এক ম্যাচে ১৮তম ওভারে জোড়া উইকেট নিয়ে আফগানদের ম্যাচে ফিরিয়েছিলেন। তার ফলে ফারুকির ওপর আস্থা রেখে শেষ ওভারে বল হাতে তুলে দেন আফগান ক্যাপ্টেন মহম্মদ নবী। সেখানে শেষ ওভারে পরপর ফারুকির বলে ২টো ছয় মারেন পাকিস্তানের নাসিম শাহ। আর ম্যাচ জিতে নেয় পাকিস্তান। রাজস্থানের বিরুদ্ধে শেষ ওভারে বল করতে এসেছিলেন ফারুকি। শেষ ওভারে ১০ রান দিয়ে যান তিনি। শেষ অবধি ২০০ রানের গণ্ডি পেরিয়ে যায় পিঙ্ক আর্মি। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

4 / 8
হায়দরাবাদ বনাম রাজস্থান ম্যাচে যে বোলারের কথা বিশেষ করে বলতেই হয়, তিনি হলেন ট্রেন্ট বোল্ট। ২০৪ রানের টার্গেট ছিল হায়দরাবাদের সামনে। পাহাড়সম রান তাড়া করতে যখন নামে অরেঞ্জ আর্মি, তাদের প্রথম ওভারে জোড়া উইকেট নিয়ে প্রাথমিক ধাক্কা দেন বোল্ট। তাঁর ঝুলিতে রয়েছে অভিষেক শর্মা (০) ও রাহুল ত্রিপাঠী (০)-র উইকেট। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

হায়দরাবাদ বনাম রাজস্থান ম্যাচে যে বোলারের কথা বিশেষ করে বলতেই হয়, তিনি হলেন ট্রেন্ট বোল্ট। ২০৪ রানের টার্গেট ছিল হায়দরাবাদের সামনে। পাহাড়সম রান তাড়া করতে যখন নামে অরেঞ্জ আর্মি, তাদের প্রথম ওভারে জোড়া উইকেট নিয়ে প্রাথমিক ধাক্কা দেন বোল্ট। তাঁর ঝুলিতে রয়েছে অভিষেক শর্মা (০) ও রাহুল ত্রিপাঠী (০)-র উইকেট। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

5 / 8
গত বারের আইপিএল যেখানে শেষ করেছিলেন, ঠিক সেখান থেকেই যেন এ বারের আইপিএল শুরু করলেন রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চাহাল। হায়দরাবাদের বিরুদ্ধে মোট ৪টি উইকেট নিয়েছেন তিনি। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

গত বারের আইপিএল যেখানে শেষ করেছিলেন, ঠিক সেখান থেকেই যেন এ বারের আইপিএল শুরু করলেন রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চাহাল। হায়দরাবাদের বিরুদ্ধে মোট ৪টি উইকেট নিয়েছেন তিনি। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

6 / 8
৪ ওভার বল করে যুজবেন্দ্র ১৭ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন। মায়াঙ্ক আগরওয়াল, হ্যারি ব্রুক, আদিল রশিদ ও ভুবনেশ্বর কুমারের উইকেট গিয়েছে যুজির খাতায়। আইপিএলে যুজির ১৭০টি উইকেট পূর্ণ হয়েছে। আইপিএলে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শ্রীলঙ্কার কিংবদন্তি লাসিথ মালিঙ্গার সঙ্গে একাসনে বসলেন চাহাল। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

৪ ওভার বল করে যুজবেন্দ্র ১৭ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন। মায়াঙ্ক আগরওয়াল, হ্যারি ব্রুক, আদিল রশিদ ও ভুবনেশ্বর কুমারের উইকেট গিয়েছে যুজির খাতায়। আইপিএলে যুজির ১৭০টি উইকেট পূর্ণ হয়েছে। আইপিএলে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শ্রীলঙ্কার কিংবদন্তি লাসিথ মালিঙ্গার সঙ্গে একাসনে বসলেন চাহাল। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

7 / 8
আইপিএল থেকেই উত্থান জম্মু-কাশ্মীরের তারকা বোলার উমরান মালিকের। গতির ঝড় তোলা উমরানের জাতীয় দলে অভিষেকও হয়েছে। রাজস্থানের বিরুদ্ধে মাত্র ১টি উইকেটই পেয়েছেন ভারতের পেস সেনসেশন। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

আইপিএল থেকেই উত্থান জম্মু-কাশ্মীরের তারকা বোলার উমরান মালিকের। গতির ঝড় তোলা উমরানের জাতীয় দলে অভিষেকও হয়েছে। রাজস্থানের বিরুদ্ধে মাত্র ১টি উইকেটই পেয়েছেন ভারতের পেস সেনসেশন। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

8 / 8
রাজস্থানের দেবদত্ত পাড়িক্কালের যে উইকেটটি নিয়েছিলেন হায়দরাবাদের উমরান, সেটিতে তিনি ১৪৯.২ কিমি/ঘণ্টা গতিবেগে বল করেছিলেন। উমরান ১টির বেশি উইকেট না পেলেও দেবদত্তের স্টাম্প ছিটকে দেওয়ার ভিডিয়ো বেশ ভাইরাল হয়েছে। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

রাজস্থানের দেবদত্ত পাড়িক্কালের যে উইকেটটি নিয়েছিলেন হায়দরাবাদের উমরান, সেটিতে তিনি ১৪৯.২ কিমি/ঘণ্টা গতিবেগে বল করেছিলেন। উমরান ১টির বেশি উইকেট না পেলেও দেবদত্তের স্টাম্প ছিটকে দেওয়ার ভিডিয়ো বেশ ভাইরাল হয়েছে। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

Next Photo Gallery