Yuzvendra Chahal: সমঝদারো কে লিয়ে ইশারা হি কাফি হ্যায়… ভাইরাল যুজবেন্দ্র চাহালের ইঙ্গিতপূর্ণ পোস্ট

India vs Australia: সাদা বলের ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা স্পিনার তিনি। কিন্তু জাতীয় দলের নির্বাচকদের নজরেই পড়ছেন না তিনি। ওডিআই বিশ্বকাপে (ICC World CUp 2023) ভারতীয় টিমে সুযোগ পাননি লেগ-স্পিনার যুজি চাহাল। এ বার অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে আসন্ন ৫ ম্যাচের টি-২০ সিরিজেও সুযোগ পেলেন না তিনি।

Yuzvendra Chahal: সমঝদারো কে লিয়ে ইশারা হি কাফি হ্যায়... ভাইরাল যুজবেন্দ্র চাহালের ইঙ্গিতপূর্ণ পোস্ট
Yuzvendra Chahal: সমঝদারো কে লিয়ে ইশারা হি কাফি হ্যায়... ভাইরাল যুজবেন্দ্র চাহালের ইঙ্গিতপূর্ণ পোস্ট

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 21, 2023 | 1:47 PM

নয়াদিল্লি: যাঁরা বোঝে তাঁদের জন্য ইঙ্গিতই যথেষ্ট… এটাই বলতে চাইলেন ভারতের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল। সাদা বলের ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা স্পিনার তিনি। কিন্তু জাতীয় দলের নির্বাচকদের নজরেই পড়ছেন না তিনি। ওডিআই বিশ্বকাপে (ICC World Cup 2023) ভারতীয় টিমে সুযোগ পাননি লেগ-স্পিনার যুজি চাহাল। এ বার অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে আসন্ন ৫ ম্যাচের টি-২০ সিরিজেও সুযোগ পেলেন না তিনি। এ বার এই মর্মে সোশ্যাল মিডিয়া সাইটে ইঙ্গিতপূর্ণ পোস্ট যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal)। যা রীতিমতো ভাইরাল হয়েছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়ার ৫ ম্যাচের টি-২০ সিরিজ। সেই সিরিজের স্কোয়াডে সুযোগ পাননি টিম ইন্ডিয়ার তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল। তারপর সোশ্যাল মিডিয়া সাইট X এ একটি হাসির ইমোজি পোস্ট করেন। হাসির মাধ্যমেই নিজের দুঃখ প্রকাশ করেছেন চাহাল। তাঁর এই পোস্ট দেখে নেটিজ়েনরা বলছেন, ‘সমঝদারো কে লিয়ে ইশারা হি কাফি হ্যায়…’। এক X ব্যবহারকারী যুজির ওই পোস্টে কমেন্ট করেছেন, ‘তোমার জন্য কষ্ট হচ্ছে যুজি ভাই। শক্ত থেকো।’ অপর একজন লেখেন, ‘টি-২০ স্কোয়াডে যুজবেন্দ্র চাহাল জায়গা পাওয়ার যোগ্য। তাঁর হতাশ হওয়াটাই স্বাভাবিক।’

অজিদের বিরুদ্ধে টি-২০ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাদের। চোটের কারণে এই সিরিজে খেলতে পারবেন না হার্দিক পান্ডিয়া। এই পরিস্থিতিতে ভারতীয় টিমের দায়িত্ব দেওয়া হয়েছে সূর্যকুমার যাদবকে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের আসন্ন ৫ ম্যাচের টি-২০ সিরিজের স্কোয়াড — সূর্যকুমার যাদব (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড়, ঈশান কিষাণ, যশস্বী জসওয়াল, তিলক ভার্মা, রিঙ্কু সিং, জীতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শিবম দুবে, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণ, আবেশ খান, মুকেশ কুমার।

*অজিদের বিরুদ্ধে প্রথম তিন ম্যাচে সূর্যর সহ অধিনায়ক করা হয়েছে ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়কে। আর এই সিরিজের শেষ দুটি টি-টোয়েন্টিতে স্কোয়াডে ফিরবেন শ্রেয়স আইয়ার। ওই দুই ম্যাচে সহ অধিনায়ক শ্রেয়স আইয়ার।