কলকাতা: আবার শিরোনামে ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) স্ত্রী ধনশ্রী ভার্মা (Dhanashree Verma)। সম্প্রতি ঝলক দিখলা জা-তে অংশ নিয়েছিলেন ধনশ্রী ভার্মা। সেখানে তিনি ওয়াইল্ড কার্ড এন্টি হিসেবে সুযোগ পেয়েছিলেন। ঝলকের মঞ্চে কয়েকদিন আগে দেখা গিয়েছিল চাহালকেও। স্ত্রীকে সাপোর্ট করতে সেখানে পৌঁছে গিয়েছিলেন যুজি। এতদূর অবধি ঠিকই ছিল। কিন্তু রবি-সকাল থেকে নেটদুনিয়ায় ভাইরাল চাহালপত্নী ধনশ্রীর এক ছবি। যেখানে দেখা গিয়েছে চাহাল নন, অন্য এক ব্যক্তির বাহুডোরে রয়েছেন ধনশ্রী।
সোশ্যাল মিডিয়া খুললেই ভারতীয় তারকা ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের স্ত্রীর ভাইরাল হওয়া ছবি যেমন দেখা যাচ্ছে, তেমনই যুজির এক ভিডিয়োও নেটদুনিয়ায় ঘুরছে। যেখানে দেখা গিয়েছে, এক কুস্তিগির বন বন করে ঘোরাচ্ছেন যুজবেন্দ্র চাহালকে। এই কুস্তিগির হলেন সঙ্গীতা ফোগাত। ধনশ্রী যেহেতু ঝলক দিখলা জা-র প্রতিযোগী ছিলেন তাই ওই রিয়ালিটি শো এর ব়্যাপ আপ পার্টিতে উপস্থিত ছিলেন চাহাল। সেখানেই সঙ্গীতা ভারতীয় ক্রিকেটার চাহালকে কাঁধে তুলে ঘোরাতে থাকেন। এরপর সঙ্গীতা যখন চাহালকে ঘোরানো থামান তাঁর চোখমুখ একেবারে থমথমে লাগছিল। নেটিজ়েনদের অনেকেই বলছেন, চাহাল নিশ্চিত ভাবে অস্বস্তি বোধ করছিলেন। এ তো গেল চাহালের ভাইরাল ভিডিয়োর গল্প।
abe yaar chahal 😭 pic.twitter.com/JeEzxo1YBE
— Kaajukatla (@kaajukatla) March 2, 2024
এ বার আসা যাক ধনশ্রীর ভাইরাল ছবির গল্পে। ঝলক দিখলা জা-র কোরিওগ্রাফার প্রতীক উতেকর ইন্সটাগ্রামে ধনশ্রীর সঙ্গে তাঁর একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যায় তাঁর বাহুডোরে রয়েছেন ধনশ্রী। দু’জনই কালো রংয়ের জামা পরেছিলেন। তাঁদের ও ভাবে পোজ দিয়ে ছবি দেখে চটেছেন নেটিজ়েনরা। অনেকেই যুজবেন্দ্র চাহালের জন্য দুঃখপ্রকাশ করেছেন। অবশ্য ধনশ্রী ও প্রতীক হয়তো এমনি পোজ দিয়ে ছবি তুলেছেন। কিন্তু নেটিজ়েনদের মতে ধনশ্রী এমনভাবেই হয়তো ধোকা দিচ্ছেন চাহালকে। প্রতীক উতেকরের ইন্সটাগ্রামে ঢুঁ মারলে অবশ্য দেখা যায় তিনি একাধিক বলিউড তারকার সঙ্গে ঘনিষ্ঠভাবে ছবি শেয়ার করেন। সেভাবেই হয়তো তিনি ধনশ্রীর সঙ্গেও ছবি শেয়ার করেছেন। আপাতত ওই ছবির জন্য ফের চর্চায় ধনশ্রী।
This man doesn’t have dignity https://t.co/hgmjxzOa5Z pic.twitter.com/C6WDgsWnxV
— Samriddhi Sharma (@Samriddhi_12) March 2, 2024