নয়াদিল্লি: চারিদিকে শুধু করোনার (COVID-19) খবর। খেলার দুনিয়ায় করোনা হানা কম দেয়নি। এ বার মারণ ভাইরাসের শিকার হলেন ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) বাবা-মা। চাহালের স্ত্রী ধনশ্রী ভর্মা (Dhanashree Verma) ইনস্টাগ্রামে তাঁর শ্বশুর-শাশুড়ির করোনা আক্রান্তের খবর জানান।
বৃহস্পতিবার ধনশ্রী ইন্সটাগ্রাম স্টোরিতে লেখেন, “আমার শ্বশুর-শাশুড়ি দু’জনেরই করোনার উপসর্গ ছিল। দু’জনের রিপোর্টই পজিটিভ। শ্বশুরমশাই হাসপাতালে ভর্তি রয়েছেন। বাড়িতেই শাশুড়ি মায়ের চিকিৎসা চলছে।”
ধনশ্রী আরও লেখেন, “আমি হাসপাতালে গিয়েছিলাম। সেখানে গিয়ে ভয়াবহ অবস্থা দেখলাম। আমরা সব ধরনের সতর্কতা মেনেই চলছিলাম। তাও ওঁরা আক্রান্ত হল। সকলে বাড়িতে থাকুন, সুরক্ষিত থাকার চেষ্টা করুন ও নিজের পরিবারের যত্ন নিন।”
আইপিএলে (IPL) জৈব সুরক্ষা বলয়ে চাহালের সঙ্গেই ছিলেন ধনশ্রী। সেইসময় তার মা ও ভাইয়েরও করোনা হয়েছিল। এখন তারা সুস্থ হয়ে উঠেছেন। তবে ধনশ্রী জানিয়েছেন, মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে তিনি তাঁর কাকিমা ও কাকুকে হারিয়েছেন।
আরও পড়ুন: ইস্তানবুল থেকে পোর্তোতে সরল চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল