ICC World Cup 2023: রাতারাতি ডিগবাজি, সুর বদলে আপসের রাস্তায় পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান!
India vs Pakistan: আশরফ ডিগবাজি খেলেও বরফ গলবে, এমন মনে করছে না ক্রিকেট মহল। ভারতীয় ক্রিকেট বোর্ড পিসিবির শীর্ষ কর্তার এমন মন্তব্য কোনও ভাবেই মেনে নিতে পারছে না। রাজনৈতিক সম্পর্কের জেরে দুই দেশের মধ্যে ক্রিকেট আদানপ্রদান বন্ধ দীর্ঘদিন। আইসিসির টুর্নামেন্টে মুখোমুখি হন ভারত-পাকিস্তান। এ দেশে বিশ্বকাপ খেলতে আসার ব্যাপারে নানা সময় নানা রকম মন্তব্য করেছে পাকিস্তান। তা যে সীমা ছাড়িয়ে যেতে পারে, ভাবেননি ভারতীয় বোর্ডের কর্তারা।
কলকাতা: রাতারাতি ডিগবাজি পাকিস্তানের। দিন কয়েক আগে ‘দুশমন মুল্ক’ বলে ব্যাপক বিতর্কের মুখে পড়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জ়াকা আশরফ। সেই তাঁরই ক্রিকেট বোর্ড বাধ্য় হয়ে এ বার জারি করল বিবৃতি। তাতে কার্যত ক্ষমার সুরে বলা হয়েছে অনেক কিছু। ভারতের উদ্দেশে অহেতুক মন্তব্য যে চাপে ফেলে দিয়েছে আশরফকে, সন্দেহ নেই। ওয়ান ডে বিশ্বকাপের (ICC World Cup 2023) আয়োজক ভারত। গত বুধবার হায়দরাবাদে পা রেখেছেন বাবর আজম, মহম্মদ রিজওয়ানরা। হায়দরাবাদ পাকিস্তান টিমকে উষ্ণ অভ্যর্থনাও জানিয়েছেন। শুক্রবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ার্মআপ ম্যাচও খেলেছেন তাঁরা। তারই মধ্যে আশরফের এমন মন্তব্য দুই দেশের রাজনৈতিক সম্পর্ক (India vs Pakistan) শুধু নয়, পাকিস্তান টিমের বিশ্বকাপ যাত্রাও কঠিন করে ফেলতে পারে। এ কথা ভেবেই ডিগবাজি খেলেন আশরফ? TV9Bangla Sportsএ বিস্তারিত।
পিসিবির তরফে বলা হয়েছে, ‘বিশ্বকাপ খেলার জন্য় ভারত সফরে গিয়ে পাকিস্তান টিম দারুণ অভ্যর্থনা পেয়েছে। জ়াকা আশরফ মনে করেন, এই উষ্ণ অভ্যর্থনাই প্রমাণ করে দুই দেশের জনতার মধ্যে কতটা ভালোবাসা রয়েছে।’ আশরফ ডিগবাজি খেলেও বরফ গলবে, এমন মনে করছে না ক্রিকেট মহল। ভারতীয় ক্রিকেট বোর্ড পিসিবির শীর্ষ কর্তার এমন মন্তব্য কোনও ভাবেই মেনে নিতে পারছে না। রাজনৈতিক সম্পর্কের জেরে দুই দেশের মধ্যে ক্রিকেট আদানপ্রদান বন্ধ দীর্ঘদিন। আইসিসির টুর্নামেন্টে মুখোমুখি হন ভারত-পাকিস্তান। এ দেশে বিশ্বকাপ খেলতে আসার ব্যাপারে নানা সময় নানা রকম মন্তব্য করেছে পাকিস্তান। তা যে সীমা ছাড়িয়ে যেতে পারে, ভাবেননি ভারতীয় বোর্ডের কর্তারা।
পিসিবি ওই বিবৃতিতে বলেছে, ‘হায়দরাবাদ বিমানবন্দরে পাকিস্তান টিমকে স্বাগত জানাতে গিয়ে যে ছবি তুলে ধরা হয়েছিল, দুই দেশের মানুষ যে কাছাকাছি, প্রমাণ করে। জ়াকা আশরফ ব্যক্তিগত ভাবে শুভেচ্ছা জানাচ্ছেন ভারত এমন সেলিব্রেশনের পরিকল্পনা করার জন্য। আশরফ আরও মনে করেন যে, ভারত-পাকিস্তান যখন মুখোমুখি নামবে তখনও শত্রুতা থাকবে না। বরং দুই দেশের ঐতিহ্যই তুলে ধরা হবে।’
পাক ক্রিকেট বোর্ডের কর্তা যাই বলুন না কেন, বাবর-শাহিনরা কিন্তু ভারতে পা রেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন। এই টিমের অধিকাংশ ক্রিকেটার প্রথমবার ভারতে এসেছেন। তাঁরা এতদিন যা শুনে এসেছেন আর যা দেখেছেন, তা মেলাতে পারেননি।