Bangladesh vs Zimbabwe: বল ধরছে না মাছ? ঢাকায় রাজার টিমের ফিল্ডিং দেখে হেসে কুটোপাটি নেটিজ়েনরা

May 11, 2024 | 2:16 PM

Watch Video: বর্তমানে বাংলাদেশ সফরে গিয়েছে জিম্বাবোয়ে (Zimbabwe) পুরুষ ক্রিকেট টিম। সেখানে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজ খেলছে সিকান্দার রাজার জিম্বাবোয়ে। ওই সিরিজের চতুর্থ ম্যাচে ঘটল এক অবাক করা ঘটনা। যে ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

Bangladesh vs Zimbabwe: বল ধরছে না মাছ? ঢাকায় রাজার টিমের ফিল্ডিং দেখে হেসে কুটোপাটি নেটিজ়েনরা
Bangladesh vs Zimbabwe: বল ধরছে না মাছ? ঢাকায় রাজার টিমের ফিল্ডিং দেখে হেসে কুটোপাটি নেটিজ়েনরা
Image Credit source: স্ক্রিনশট

Follow Us

কলকাতা: ক্রিকেটকে বরাবর ‘জেন্টলম্যানস গেম’ বলা হয়। একাধিক ম্যাচে স্পোর্টসম্যান স্পিরিটের ঘটনা ক্রিকেট প্রেমীদের মন জয় করে নেয়। ২২ গজে বিভিন্ন ম্যাচে একাধিক ক্যাচ, রান আউট নিয়ে পরবর্তীতে বিরাট আলোচনা হয়। বর্তমানে বাংলাদেশ সফরে গিয়েছে জিম্বাবোয়ে (Zimbabwe) পুরুষ ক্রিকেট টিম। সেখানে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজ খেলছে সিকান্দার রাজার জিম্বাবোয়ে। ওই সিরিজের চতুর্থ ম্যাচে ঘটল এক অবাক করা ঘটনা। যে ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

ক্যাচ কোনও ম্যাচের রং যেমন বদলে দেয়, তেমনই রান আউটও অনেক সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ঢাকার শের ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে চতুর্থ টি-২০-তে জিম্বাবোয়ের ফিল্ডাররা মুস্তাফিজুর রহমানকে রান আউট করতে ব্যর্থ হন। এক বার নয়, দু’বার চেষ্টা করেও তাঁকে আউট করতে পারেননি জিম্বাবোয়ের ফিল্ডাররা।

ঘটনাটি কখন ঘটেছিল? বাংলাদেশের বিরুদ্ধে নাজমুল হোসেনদের ইনিংসের শেষ ওভারে ঘটনাটি ঘটে। জিম্বাবোয়ের ব্লেসিং মুজারাবানি এসেছিলেন বাংলাদেশের ২০তম ওভারে বল করতে। সেই ওভারের দ্বিতীয় ডেলিভারি স্লোয়ার দেন। ক্রিজে ছিলেন তনভীর ইসলাম। সুযোগ ছিল মুজারাবানির কাছে মুস্তাফিজুর রহমানকে আউট করার। থার্ড ম্যান অঞ্চলে বল যায়। ব্যাটাররা সিঙ্গল নিতে যান। কিন্তু মুস্তাফিজুরের আসতে অনেক সময় লাগে। বোলারের প্রান্ত থেকে তাঁকে আউট করার সুযোগ ছিল। জোনাথন ক্যাম্পবেল প্রথমে বল ধরতে পারেননি। তারপর স্টাম্পের খুব কাছে থেকেও তিনি স্টাম্পিংও মিস করেন।

ভাইরাল হওয়া ওই ভিডিয়ো দেখে নেটিজ়েনরা হাসির ইমোজির বন্যা বইয়ে দিয়েছেন। কেউ  কেউ কমেন্ট করেছে গলি ক্রিকেটেও এমন ফিল্ডিং দেখা যায় না। একজন লিখেছেন, ‘ক্রিকেটাররা বল ধরছেন নাকি মাছ?’ শেষ অবধি ওই ম্যাচে ৫ উইকেটে জিতেছে বাংলাদেশ। এবং ৫ ম্যাচের টি-২০ সিরিজে ৪-১ ব্যবধানে এগিয়ে গিয়েছে বাংলাদেশ।

Next Article