New CBI Director: ভারতীয় ক্রিকেটারের বাড়িতে সিবিআই!

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

May 15, 2023 | 8:30 AM

Mayank Agarwal's Father-in-Law : ভারত সরকারের প্রধান তদন্তকারী সংস্থা হল সিবিআই। দুর্নীতি থেকে অর্থনৈতিক অপরাধ বা সন্ত্রাসবাদের মতো হাই-প্রোফাইল মামলার তদন্তের দায়িত্ব পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যার নাম শুনলেই ভিরমি খান এ রাজ্যের রাজনৈতিক নেতারা। এ বার জাতীয় দলের এক ক্রিকেটারের বাড়িতে ঢুকে পড়ল সিবিআই!

1 / 8
রবিবার ১৯৮৬-র ব্যাচের কর্নাটক ক্যাডারের আইপিএস অফিসার প্রবীণ সুদকে সিবিআই-এর নয়া ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে। এই পদে দুই বছরের মেয়াদ তাঁর। (ছবি:টুইটার)

রবিবার ১৯৮৬-র ব্যাচের কর্নাটক ক্যাডারের আইপিএস অফিসার প্রবীণ সুদকে সিবিআই-এর নয়া ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে। এই পদে দুই বছরের মেয়াদ তাঁর। (ছবি:টুইটার)

2 / 8
তিন বছর ধরে কর্নাটকের ডিজিপি হিসাবে কাজ করেছেন প্রবীণ সুদ। এছাড়াও প্রবীণ সুদের আরও একটি পরিচয় রয়েছে। দেশের জাতীয় দলের এক ক্রিকেটারের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক নয়া সিবিআই চিফের। (ছবি:টুইটার)

তিন বছর ধরে কর্নাটকের ডিজিপি হিসাবে কাজ করেছেন প্রবীণ সুদ। এছাড়াও প্রবীণ সুদের আরও একটি পরিচয় রয়েছে। দেশের জাতীয় দলের এক ক্রিকেটারের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক নয়া সিবিআই চিফের। (ছবি:টুইটার)

3 / 8
সেই ক্রিকেটার হলেন কর্নাটকের ব্যাটার মায়াঙ্ক আগরওয়াল। বর্তমানে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল খেলতে ব্যস্ত তিনি। প্রবীণ সুদ হলেন মায়াঙ্কের শ্বশুর। (ছবি:টুইটার)

সেই ক্রিকেটার হলেন কর্নাটকের ব্যাটার মায়াঙ্ক আগরওয়াল। বর্তমানে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল খেলতে ব্যস্ত তিনি। প্রবীণ সুদ হলেন মায়াঙ্কের শ্বশুর। (ছবি:টুইটার)

4 / 8
প্রবীণ সুদের মেয়ে আসিতার সঙ্গে দীর্ঘ ৭ বছর ধরে ডেট করেছেন মায়াঙ্ক। ২০১৮ সালের জানুয়ারি মাসে টেমস নদীর তীরে বান্ধবীকে বিয়ের প্রস্তাব দেন মায়াঙ্ক। হ্যাঁ বলতে এক সেকেন্ডও অপেক্ষা করেননি আসিতা সুদ।  (ছবি:টুইটার)

প্রবীণ সুদের মেয়ে আসিতার সঙ্গে দীর্ঘ ৭ বছর ধরে ডেট করেছেন মায়াঙ্ক। ২০১৮ সালের জানুয়ারি মাসে টেমস নদীর তীরে বান্ধবীকে বিয়ের প্রস্তাব দেন মায়াঙ্ক। হ্যাঁ বলতে এক সেকেন্ডও অপেক্ষা করেননি আসিতা সুদ। (ছবি:টুইটার)

5 / 8
বিয়ের আর দেরী করেননি দু'জনে। আগরওয়াল এবং সুদ পরিবারের আশীর্বাদ নিয়ে সেই বছরের ৪ জুন গাঁটছড়া বাঁধেন মায়াঙ্ক এবং আসিতা। (ছবি:টুইটার)

বিয়ের আর দেরী করেননি দু'জনে। আগরওয়াল এবং সুদ পরিবারের আশীর্বাদ নিয়ে সেই বছরের ৪ জুন গাঁটছড়া বাঁধেন মায়াঙ্ক এবং আসিতা। (ছবি:টুইটার)

6 / 8
বেঙ্গালুরুতে জমজমাটভাবে সম্পন্ন হয়েছিল বিয়ে। বর্তমানে এক সন্তানের অভিভাবক মায়াঙ্ক ও আসিতা। (ছবি:টুইটার)

বেঙ্গালুরুতে জমজমাটভাবে সম্পন্ন হয়েছিল বিয়ে। বর্তমানে এক সন্তানের অভিভাবক মায়াঙ্ক ও আসিতা। (ছবি:টুইটার)

7 / 8
 আসিতা সুদ পেশায় একজন আইনজীবী। এছাড়াও তিনি একজন লাইফ স্টাইল ব্লগার। বিভিন্ন দেশ ঘুরতে এবং নতুন ডিশ চেখে দেখতে ভালোবাসেন। (ছবি:টুইটার)

আসিতা সুদ পেশায় একজন আইনজীবী। এছাড়াও তিনি একজন লাইফ স্টাইল ব্লগার। বিভিন্ন দেশ ঘুরতে এবং নতুন ডিশ চেখে দেখতে ভালোবাসেন। (ছবি:টুইটার)

8 / 8
গতবছর শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষবার টেস্ট দলে দেখা গিয়েছে মায়াঙ্ককে। বর্তমানে আইপিএল ও ঘরোয়া ক্রিকেট খেলছেন তিনি। এ বারের আইপিএলে একেবারেই ফর্মে নেই মায়াঙ্ক।  (ছবি:টুইটার)

গতবছর শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষবার টেস্ট দলে দেখা গিয়েছে মায়াঙ্ককে। বর্তমানে আইপিএল ও ঘরোয়া ক্রিকেট খেলছেন তিনি। এ বারের আইপিএলে একেবারেই ফর্মে নেই মায়াঙ্ক। (ছবি:টুইটার)

Next Photo Gallery