Euro 2020: ইউরোতে আজ বেলজিয়ামের মুখে ডেনমার্ক

Jun 17, 2021 | 6:15 PM

আজ, বৃহস্পতিবার ইউরোতে মাঠে নামছে বেলজিয়াম (Belgium), প্রতিপক্ষ ডেনমার্ক (Denmark)।

Euro 2020: ইউরোতে আজ বেলজিয়ামের মুখে ডেনমার্ক
Euro 2020: ইউরোতে আজ বেলজিয়ামের মুখে ডেনমার্ক

Follow Us

কোপেনহেগেন: ইউরোতে (Euro) নিজেদের প্রথম ম্যাচেই হুঁশিয়ার দিয়ে রেখেছে বেলজিয়াম (Belgium)। লুকাকুদের দাপুটে ফুটবলের সামনে খড়কুটোর মতো উড়ে গিয়েছিল রাশিয়া। আজ, বৃহস্পতিবার ফের মাঠে নামছে বেলজিয়াম, প্রতিপক্ষ ডেনমার্ক (Denmark)।

এ বারের ইউরোয় হট ফেভারিট বেলজিয়াম। বিশ্বের এক নম্বররা গত বিশ্বকাপে সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছিল। বিশ্ব ফুটবল মানচিত্রে নিজেদের প্রতিষ্ঠা করতে মরিয়া বেলজিয়াম। আর তার জন্য প্রয়োজন খেতাব। ডেনমার্কের বিরুদ্ধে অনিশ্চিত ডিফেন্ডার ভার্টোনহেন। রাশিয়ার বিরুদ্ধে চোট পাওয়ায় বৃহস্পতিবারের ম্যাচে তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চাইছেন না বেলজিয়ামের কোচ। তার পরিবর্তে এগারো জনের দলে ফিরতে পারেন চোট সারিয়ে ফেরা অ্যালেক্স উইটসেল। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখে গুরুতর চোট পাওয়া কেভিন ডিব্রুইন প্রাথমিক দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন। ১০০ শতাংশ ফিট হলে ডেনমার্কের বিরুদ্ধে তাঁকে নামাতে পারেন বেলজিয়াম কোচ। রাশিয়ার বিরুদ্ধে শেষ কুড়ি মিনিট মাঠে ছিলেন ইডেন হ্যাজার্ড। ডেনমার্কের বিরুদ্ধে হ্যাজার্ডকে শুরু থেকে খেলানোর পরিকল্পনা। ডেনমার্কের বিরুদ্ধে বেলজিয়ামের পুরনো রেকর্ড অবশ্য তেমন ঈর্ষণীয় নয়।

এখনও পর্যন্ত বেলজিয়াম ও ডেনমার্ক ১৫ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে বেলজিয়াম জিতেছে ৬ বার। ডেনমার্ক জিতেছে ৬ বার। ম্যাচ অমীমাংসিত ৩ বার। ৩ বছর আগে উয়েফা নেশনস লিগে শেষবার দুই দল মুখোমুখি হয়েছিল। তাতে ডেনমার্ককে ৪-২ গোলে হারায় বেলজিয়াম। লুকাকু-মার্টেন্সরা প্রস্তুত এ বারও ডেনমার্ককে উড়িয়ে জয়ের ধারা বজায় রাখতে।

অপর দিকে ডেনমার্ক শিবির এখনও এরিকসেন আতঙ্ক কাটিয়ে উঠতে পারেনি। ফিনল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে হারতে হয় তাদের। নির্ভরযোগ্য ফুটবলার ক্রিশ্চিয়ান এরিকসেন হাসপাতাল থেকেই দলকে শুভেচ্ছা জানিয়েছেন। বৃহস্পতিবার হারলে পরবর্তী রাউন্ডের আশা আরও ফিকে হবে। অপ্রতিরোধ্য বেলজিয়ামের দৌড় থামাতে নিজেদের সেরাটা উজাড় করে দিতে চান সিমোন কেয়ার, জেনসেনরা।

আরও পড়ুন: Euro 2020: এরিসকসেনের বুকে আইসিডি বসানোর সিদ্ধান্ত

Next Article