e নাটক চরমে! ভারত-পাক বিশ্বকাপ ম্যাচ নিয়ে বিস্ফোরক মন্তব্য রশিদ লতিফের! - Bengali News | Drama at its peak rashid latifs explosive comment on the india pakistan world cup match - TV9 Bangla News

নাটক চরমে! ভারত-পাক বিশ্বকাপ ম্যাচ নিয়ে বিস্ফোরক মন্তব্য রশিদ লতিফের!

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে জল্পনা তুঙ্গে। তা নিয়ে এবার মুখ খুললেন, প্রাক্তন পাকিস্তান উইকেটকিপার রশিদ লতিফ। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, সিদ্ধান্ত নেওয়ার সময় পেরিয়ে গিয়েছে। সরকার চাইলে ভারতে ম্যাচ না-ই খেলতে পারে পাকিস্তান। এমনকি ফাইনালে দুই দল মুখোমুখি হলেও থাকছে অনিশ্চয়তা। সম্প্রতি আইসিসি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়ার পর থেকেই পাকিস্তানের অবস্থান নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

নাটক চরমে! ভারত-পাক বিশ্বকাপ ম্যাচ নিয়ে বিস্ফোরক মন্তব্য রশিদ লতিফের!

| Edited By: Moumita Das

Jan 31, 2026 | 2:00 PM

কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে জল্পনা তুঙ্গে। তা নিয়ে এবার মুখ খুললেন, প্রাক্তন পাকিস্তান উইকেটকিপার রশিদ লতিফ। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, সিদ্ধান্ত নেওয়ার সময় পেরিয়ে গিয়েছে। সরকার চাইলে ভারতে ম্যাচ না-ই খেলতে পারে পাকিস্তান। এমনকি ফাইনালে দুই দল মুখোমুখি হলেও থাকছে অনিশ্চয়তা। সম্প্রতি আইসিসি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়ার পর থেকেই পাকিস্তানের অবস্থান নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এই প্রেক্ষাপটে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠক করেন। যদিও নাকভি বলেছেন, সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া বাকি। ২ ফেব্রুয়ারি কলম্বোর উদ্দেশে রওনা দেবে পাকিস্তান। ফলে নির্ধারিত সূচি অনুযায়ী বিশ্বকাপ খেলতে যাচ্ছে গ্রিন আর্মি। যা ভারত ম্যাচ বয়কটের সম্ভাবনাকে অনেকটাই কমিয়ে দিয়েছে।

রশিদ লতিফের মতে, পিসিবি দেরি করে ফেলেছে। তাঁর ইউটিউব চ্যানেলে তিনি বলেন, “প্রতিটি সিদ্ধান্ত নিতে একটা সময় থাকে। লোহা গরম থাকতে থাকতে আঘাত করতে হয়। সেই সময়টা ছিল গত সপ্তাহে আইসিসি বৈঠকের সময়। এখন বয়কট করলে তার প্রভাব আর আগের মতো হবে না।” রশিদের মতে, বাংলাদেশকে সমর্থন করা হয়েছে এবং ওই অধ্যায় সেখানেই শেষ। তবে সবচেয়ে আলোড়ন তোলা মন্তব্য ভারত-পাকিস্তান যদি ফাইনালে মুখোমুখি হয় তা নিয়ে। এক্ষেত্রে রশিদ বলেন, “যদি সরকার বলে আমরা ভারতের বিরুদ্ধে খেলব না, তবে আইসিসিকে সেটা মানতেই হবে। না মানলে সেখানেই সংঘাত শুরু হবে।”

পাকিস্তানের কিছু সংবাদমাধ্যম ইতিমধ্যেই দাবি করেছে, পুরো টুর্নামেন্ট বা বিশেষ করে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার কথা ভেবেছিল পাকিস্তান। স্বীকার করেছে বাংলাদেশকে সমর্থনের কথাও। নাকভি বলেছেন, পিসিবির চূড়ান্ত সিদ্ধান্ত শুক্রবার অথবা আগামী সোমবারের মধ্যে জানানো হবে। তবে রশিদ লতিফের মন্তব্য স্পষ্ট করেছে যে, পাকিস্তানের একাংশ মনে করছে, এই ক্ষেত্রে সঠিক অবস্থান নিতে ব্যর্থ হয়েছে বোর্ড। এখন দেখার, শেষ পর্যন্ত সরকার ও পিসিবি কোন পথে হাঁটে। ভারত–পাকিস্তান ম্যাচের পরিণতি কোথায় গিয়ে দাঁড়ায়।