অনবদ্য জয়ে ডুরান্ড কাপ অভিযান শুরু করেছিল মোহনবাগান। কলকাতা লিগেও ধারাবাহিক ভালো পারফর্ম করছে সবুজ মেরুন। লিগে মূলত অনূর্ধ্ব ২৩ দল খেলাচ্ছে তারা। ডুরান্ডের মতো সর্বভারতীয় টুর্নামেন্টে ভালো পারফর্ম করতে হলে অভিজ্ঞ কিছু প্লেয়ারও প্রয়োজন। বাংলাদেশ আর্মি ফুটবল টিমের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৫-০ ব্যবধানে জিতেছিল মোহনবাগান। সেই ম্যাচেও সিনিয়র দলের হাতে গোনা কয়েকজনকে নামানো হয়েছিল। মূল নজর ছিল তরুণদের দিকেই। সাফল্যও মিলেছে। আজ পঞ্জাব এফসির বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামছে মোহনবাগান। এর পর আসছে মরসুমের প্রথম ডার্বি। ফলে এই ম্যাচকে ডার্বির প্রস্তুতিও বলা যায়। সে কারণেই কিছুটা বদল হতে পারে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
কলকাতা লিগে টেকনিক্যাল এরিয়ায় থাকেন সহকারী কোচ বাস্তব রায়। ডুরান্ডের প্রথম ম্যাচেও বাস্তব রায়ই ছিলেন। মরসুমে প্রথম বার আজ মোহনবাগান বেঞ্চে থাকবেন হেড কোচ হুয়ান ফেরান্দো। ডার্বির প্রস্তুতি হিসেবেই ম্যাচটা দেখছেন তিনি। ভারতীয় তথা কলকাতা ফুটবলে কোচিং করানোর সুবাদে তিনি ভালো ভাবেই ডার্বির গুরুত্ব বুঝতে পেরেছেন। সমর্থকদের কাছে নায়ক হওয়ার ম্যাচ। সেটা যেমন প্লেয়ারদের জন্য প্রযোজ্য তেমনই কোচেরও। সব টুর্নামেন্ট মিলিয়ে গত আটটি ডার্বিতেই জিতেছে মোহনবাগান। জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য। তার জন্য পঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচে সঠিক কম্বিনেশন বেছে নিতে চাইবেন হুয়ান ফেরান্দো।
এই ম্যাচে সিনিয়র দলের আরও কিছু ফুটবলারকে দেখা যেতে পারে। খেলানো হতে পারে বিদেশি ফুটবলারদেরও। পঞ্জাব এফসি এ বারই আইএসএলে খেলার ছাড়পত্র পেয়েছে। সুতরাং, তাদের কোনও ভাবে হালকা নিচ্ছে না মোহনবাগান শিবির। ডুরান্ড কাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে পঞ্জাব এফসিও। আর তাতে একটি নাম রয়েছে মহম্মদ সালাহ। যা নিয়ে আকর্ষণও তৈরি হয়েছে। তবে এই সালাহ যে বিশ্ব ফুটবলের অন্যতম তারকা নন, এ নিয়ে সন্দেহ নেই। কিন্তু নাম একই হওয়ায় বাড়তি একটা আকর্ষণ থাকছেই। পঞ্জাব টিমে ভারতীয় ফুটবলের বেশ কিছু পরিচিত নাম রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ভারতের হয়ে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ খেলা অমরজিৎ সিং। বিদেশি ফুটবলারদের মধ্যে নেপালের গোলরক্ষক কিরণ কুমার লিম্বু, স্লোভেনিয়ার স্ট্রাইকার লুকা মায়েন রয়েছেন। আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগানকে কড়া চ্যালেঞ্জ দেওয়াই এই টিমের মূল উদ্দেশ্য, এমনটাই জানিয়েছেন পঞ্জাব এফসির বিদেশি কোচ স্তাইকোস ভার্গেতিস।
মোহনবাগান বনাম পঞ্জাব এফসি, সন্ধে ৬টা, সোনি টেন ২ ও সোনি লিভে সরাসরি