কলকাতা: ছেলেদের ব্যর্থতার মাঝে উজ্জ্বল মেয়েরা। দীর্ঘ কয়েক বছর বাদে ট্রফির স্বাদ পেল ইস্টবেঙ্গল (East Bengal)। মেয়েদের হাত ধরেই সেই ট্রফি খরা কাটাল লাল-হলুদ। মাঝে বেশ কয়েকটা টুর্নামেন্ট থেকে কাপ জিতলেও, বলার মতো টুর্নামেন্ট ছিল না। আইএফএ আয়োজিত কন্যাশ্রী কাপ (Kanyashree Cup) চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। শ্রীভূমি ফুটবল ক্লাবকে ১-০ গোলে হারিয়ে মেয়েদের ফুটবল লিগে সেরা লাল-হলুদ ব্রিগেড। জয়সূচক গোল সুলঞ্জনা রাউলের। কিশোর ভারতী স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি ম্যাচে একেবারে শেষ মুহূর্তে বাজিমাত মৌসুমিদের। প্রথম বার কন্যাশ্রী কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।
জমজমাট ফাইনালে প্রথম থেকেই অবশ্য দাপট দেখাতে থাকে ইস্টবেঙ্গলের মেয়েরা। মৌসুমি মুর্মু, সুলঞ্জনা রাউল, রিম্পা হালদারদের একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে যায় শ্রীভূমির রক্ষণ। মাঝমাঠ থেকে দলকে অপারেট করতে থাকেন পূজা, কবিতারা। শ্রীভূমির গোলকিপার গুরবারি মান্ডি, স্টপার মুগলি সোরেনরা দুরন্ত লড়াই চালান। অনেক চেষ্টা করেও গোলের মুখ দেখতে ব্যর্থ হয় ইস্টবেঙ্গল।
দ্বিতীয়ার্ধে স্ট্র্যাটেজিতে বদল আনে ইস্টবেঙ্গল। তবে এরই মাঝে মাথায় চোট পান ইস্টবেঙ্গলের গোলকিপার বুলি সরকার। ব্যান্ডেজ বেঁধেই অবশ্য লড়াই চালিয়ে যান লাল-হলুদের অধিনায়ক। ম্যাচের পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খেলা শেষ হওয়ার নির্ধারিত সময়ের ৩ মিনিট আগে জয়সূচক গোল সুলঞ্জনা রাউলের। দুরন্ত হেডে গোল করে ইস্টবেঙ্গলকে প্রথম বার কন্যাশ্রী কাপ এনে দেন ১৭ বছরের সুলঞ্জনা।
ম্যাচ শেষে মেসিভক্ত সুলঞ্জনা বলেন, ‘দলকে চ্যাম্পিয়ন করতে পেরে অবশ্যই ভালো লাগছে। তবে দলের সমর্থন না পেলে গোল করতে পারতাম না। যদি আমি নিজের খেলায় খুশি নই। অনেক সুযোগ মিস করেছি। খেলায় মিস পাসও করেছি। ভবিষ্যতে আরও ভালো খেলতে চাই।’
কন্যাশ্রী কাপ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে মেয়েদের আই লিগ খেলার পথ প্রশস্ত হল ইস্টবেঙ্গলের। স্থানীয় লিগে দুরন্ত পারফরমেন্সের জাতীয় স্তরেও নিজেদের মেলে ধরতে চায় লাল-হলুদের মেয়েরা।